Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘পাকিস্তান সন্ত্রাসবাদীদের উপর হামলাকে নিজেদের উপর আক্রমণ বলে মনে করে।’ এভাবেই ইসলামাবাদকে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। একই সঙ্গে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে, নিরাপত্তার ক্ষেত্রে ভারতের কৌশল বদলের কথাও বলেন তিনি। অমিত শাহের কথায়, বর্তমান সরকারের আমলে নিরাপত্তা দিক থেকে ভারতের জবাব দেওয়ার ধরন পাল্টে গিয়েছে। এর আগেও পাকিস্তান নানা ভাবে উস্কানি দিলেও, আগের সরকার কোনও জবাব দেয়নি বলে অভিযোগ শাহের।
পাকিস্তানকে নিশানা অমিত শাহ-র (Amit Shah)
নয়াদিল্লিতে বিএসএফের এক অনুষ্ঠান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুর পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে(Amit Shah) ৷ ওই সামরিক অভিযানে আমাদের সেনাবাহিনী জঙ্গিদের শিবির ধ্বংস করেছে ৷ মনে রাখা দরকার, আমরা কিন্তু পাকিস্তানের সেনাঘাঁটিতে আক্রমণ চালায়নি ৷ কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী আমাদের সেনাঘাঁটিতে আঘাত হেনেছে ৷ সাধারণ নাগরিকরা থাকেন এমন এলাকাও নিশানা করেছে পাকিস্তানের বাহিনী ৷ এর জবাবে আমরা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছি ৷’ এই সূত্রেই তিনি বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদীদের উপর হামলাকে নিজেদের উপর হামলা বলে মনে করে।’ একই সঙ্গে শাহ মনে করিয়ে দেন, ভারতের হানায় হত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাক সেনার আধিকারিকেরা। এই দুই উদাহরণ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতে সন্ত্রাসবাদের মদতদাতা যে পাকিস্তান, তা স্পষ্ট হয়ে গিয়েছে।’

পহেলগাঁও কাণ্ডে প্রতিক্রিয়া (Amit Shah)
অমিত শাহ বলেন, ‘পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্মপরিচয় জিজ্ঞাসা করে নিরীহ মানুষদের তাঁদের পরিবারের সামনেই খুন করেছিল(Amit Shah)। ‘অপারেশন সিঁদুর’ হল ওই হামলার জবাব। আজ বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করছে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই অপারেশনের পর থেকে গোটা বিশ্ব ভারত ও ভারতের সেনার প্রশংসা করছে। তাঁর দাবি, ‘জঙ্গিদের উপর হামলাকে পাকিস্তান নিজের গায়ে মেখেছে। সেই কারণেই ওরা ভারতের নাগরিক এলাকায় হামলা করেছিল। তার জবাবেই আমরা ওদের এয়ারবেস ধ্বংস করেছি।’
আরও পড়ুন- Maoists killed: মহারাষ্ট্রের জঙ্গলে এনকাউন্টারে নিহত ৪ মাওবাদী
প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা (Amit Shah)
‘অপারেশন সিঁদুর’-এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ(Amit Shah)। শাহের দাবি, বহু দশক ধরে ভারত পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের শিকার। কিন্তু বহু বছর ধরে পাকিস্তানকে উচিত জবাব দেওয়া হয়নি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি বদলে যায় বলে জানান শাহ। উরির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা আমাদের জওয়ানদের পুড়িয়ে মারার দুঃসাহস দেখিয়েছিল। আমরা তার পরেই প্রথম বারের জন্য জঙ্গিঘাঁটিতে ঢুকে জঙ্গিদের সমুচিত জবাব দিয়ে আসি।পুলওয়ামা হামলার পর আমরা বালাকোট এয়ারস্ট্রাইক করেছি। এবার অপারেশন সিঁদুর আমরা পাকিস্তানে ঢুকে জঙ্গি গুঁড়িয়ে দিয়েছি।’
আরও পড়ুন- Rahul Gandhi: দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাহুলের ঝটিকা সফর! নিন্দা প্রোক্টরের
পুলিশ, সেনা ও বিএসএফ-এর অবদান (Amit Shah)
পুলিশ, সেনা ও বিএসএফ-এর ভূয়সী প্রশংসা করে অমিত শাহ বলেন, ‘আমরা সবসময়ে আমাদের লোকজনকে বাঁচানোর জন্য রক্ষণাত্মক ভূমিকা পালন করেছি… কিন্তু কখনও উচিত জবাব দিইনি(Amit Shah)।’ শাহ বলেন, ‘যখন ঠিক হল আধাসেনার উপর সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাবে, তখন সবচেয়ে কঠিন দুই সীমান্তরক্ষার দায়িত্ব গিয়েছিল বিএসএফের উপর। একটা পাকিস্তান, অপরটা বাংলাদেশ। আর এই কঠিন দুই সীমান্ত নিজেদের যোগ্যতায় দারুনভাবে রক্ষা করেছে বিএসএফ।’ শাহের বক্তব্য, শুধু সীমা সুরক্ষা নয়, দেশের অন্দরের বিভিন্নরকম বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ সামলাতেও ঝাঁপিয়ে পড়ে সীমান্তরক্ষা বাহিনী। তাতেই বিএসএফের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়।অমিত শাহের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
