ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে বিজেপি তাদের নতুন জাতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে। এরই মাঝে লোকসভায় বিতর্কে জড়িয়ে পড়েছেন অমিত শাহ এবং অখিলেশ যাদব (Amit Shah vs Akhilesh Yadav)। লোকসভায় বুধবার বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে আলোচনার মাঝে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে হালকা মেজাজে বাক্য বিনিময় হয়।
বিজেপির নতুন সভাপতি নিয়ে কটাক্ষ অখিলেশের (Amit Shah vs Akhilesh Yadav)
বিতর্ক চলাকালীন অখিলেশ যাদব মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে বলেন, “যে দল নিজেকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করে, তারা এখনও নিজেদের জাতীয় সভাপতি ঠিক করতে পারেনি।” তার এই মন্তব্য শুনে শুধু বিরোধী দলের সাংসদরাই নন, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হাসি চাপতে পারেননি (Amit Shah vs Akhilesh Yadav)।
অমিত শাহের পাল্টা জবাব (Amit Shah vs Akhilesh Yadav)
তবে অমিত শাহ দ্রুত উত্তর দেন (Amit Shah vs Akhilesh Yadav)। তিনি বলেন, “অখিলেশ জি হাসি মুখে মন্তব্য করেছেন, তাই আমিও হাসিমুখেই উত্তর দেব। এই সংসদে যেসব দল আমাদের বিপরীতে বসে আছে, তাদের জাতীয় সভাপতি সবসময় মাত্র পাঁচটি পরিবারের মধ্য থেকেই আসে। কিন্তু আমাদের দলে ১২-১৩ কোটি সদস্যের ভোট প্রক্রিয়ার মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়, তাই সময় লাগাটা স্বাভাবিক।”
কবে ঠিক হবে বিজেপির নতুন সভাপতি?
খবর অনুযায়ী, বিজেপি সম্ভবত এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে তাদের নতুন জাতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে। গত ১০ মাস ধরে এই নির্বাচন প্রক্রিয়া ঝুলে রয়েছে।
লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিলের আলোচনা
এদিকে, লোকসভায় বুধবার ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ নিয়ে আলোচনা হয়। ২০২৪ সালের আগস্টে সংসদে উত্থাপিত বিলটি যৌথ সংসদীয় কমিটির সুপারিশ অনুসারে সংশোধন করা হয়েছে। এছাড়া, মুসলিম ওয়াকফ (রদ) বিল, ২০২৪-ও আলোচনার জন্য পেশ করা হয়।
আরও পড়ুন: Ajmer Dargah: আজমের দরগায় ৩ তরোয়াল হাতে অর্ধনগ্ন যুবক! প্রশ্নের মুখে নিরাপত্তা
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দুটি বিল পাশ করানোর জন্য সংসদে উত্থাপন করেন। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল অভিযোগ করেন যে সরকার এই বিল জোর করে পাশ করাতে চাইছে। তিনি বলেন, “আপনারা আইনের ওপর দিয়ে বুলডোজ চালাচ্ছেন। সংশোধনীর জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি।”
তার এই অভিযোগের জবাবে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, “সরকার ও বিরোধী পক্ষের সংশোধনীগুলো সমান গুরুত্ব দিয়েই বিবেচনা করা হয়েছে।”
ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে কী বললেন রিজিজু?
সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিরেন রিজিজু বলেন, “আজ ঐতিহাসিক দিন। আজ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হবে। এই বিল দেশের স্বার্থে আনা হচ্ছে। কেবল কোটি কোটি মুসলিম নন, গোটা দেশই এই বিলের সমর্থন করবে। যারা এর বিরোধিতা করছে, তারা শুধুমাত্র রাজনৈতিক কারণে করছে।”
আরও পড়ুন: Toll Tax Hike: সারা দেশে টোল ফি বাড়াল NHAI, জানুন নতুন রেট!
ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ কী?
ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ মূলত ১৯৯৫ সালের আইনের সংশোধনী। এটি ভারতের ওয়াকফ সম্পত্তির প্রশাসন ও ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্য নিয়ে আনা হয়েছে। আগের আইনের ত্রুটিগুলি দূর করা এবং ওয়াকফ বোর্ডগুলির দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো এই বিলের প্রধান উদ্দেশ্য।