ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় ১২-১৩ বছর হয়ে গেল, টানা টেলিভিশনের সাথে যুক্ত আছেন। জীবনে কম ওঠা পড়া দেখেননি। পরিশ্রম করে আজ এই জায়গায় রয়েছেন। বলা হচ্ছে অভিনেত্রী অনন্যা বিশ্বাসের (Ananya Biswas) কথা। বর্তমানে তাকে দেখা যাচ্ছে সান বাংলার ‘শোলক সারি’তে, নেতিবাচক চরিত্রে। টলিউডের জনপ্রিয় মুখ অনন্যা। কিন্তু এই জায়গায় পৌঁছাতে তাকে ঠিক কতটা পরিশ্রম করতে হয়েছিল? বিয়ের পিঁড়িতে কবে বসছেন? এ বিষয়ে আড্ডা চলল ট্রাইব টিভির সঙ্গে।
অনন্যার লড়াই (Ananya Biswas)
অভিনেত্রী (Ananya Biswas) তাঁর কেরিয়ারের শুরুর পর্বের কথা প্রসঙ্গে বলেন, “একটা সময় অনেক পরিশ্রম করেছি, নিঃসন্দেহে সবাই পরিশ্রম করেছে এবং আমিও করেছি। ওই পরিশ্রমটা আমি বলে বোঝাতে পারব না। তখন এসি ফ্লোর ছিল না। সময়ের কোনও বাবা মা ছিল না। ২০১৮-১৯ সাল থেকে ১৪ ঘন্টা শুটিং টাইম হয়েছে। আমার কেরিয়ার শুরু হয়েছিল ২০০৯ সাল নাগাদ। প্রথম ৫ থেকে ৭ বছর, তখন আমার বয়স কম। কিছু বলার সুযোগ পেতাম না”।
তিনি আরও বলেন, “তখন শুধু শিখতে হবে, লড়তে হবে, করতে হবে এরকম একটা ধারণা। চোখের সামনে সিনিয়ররা কাজ করত, বেরিয়ে যেত। আমার ক্ষেত্রে আজকে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত, কখনও বা রাত পর্যন্ত গল্পটা থেকে যেতে। এমনও হয়েছে যে, মুখে মেকআপ থাকছে না। মুখ মেকআপকে রিজেক্ট করছে। সেরকম অবস্থাতেও টাচ আপ নিয়ে কাজ করতে গিয়েছি।”
প্রফেশনালি সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ! (Ananya Biswas)
অভিনেত্রী (Ananya Biswas) কেরিয়ারের শুরুতে যাদেরকে পাশে পেয়েছিলেন, তাদের কথা এখনও ভোলেননি। বর্তমান দিনে দাঁড়িয়েও তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ প্রসঙ্গে বলেন, “আমি প্রফেশনালি সম্পর্ক খুব একটা মেনটেইন করতে পারি না। তবে কিছু দাদা দিদি আছে যাদেরকে আমি কোনও দিন ভুলব না। তারা আমার শুরুর দিকে প্রচুর সাহায্য করেছিল। বিশেষ করে স্ট্রাগল পিরিয়ডটাতে আমাকে কাজ শিখিয়েছে। তাদেরকে এখনও আমার মনে পড়ে। তবে হয়ত যোগাযোগ করা হয়ে ওঠে না। মন থেকে চাই, কিন্তু সময় হয়ে ওঠে না।”
আরও পড়ুন: Jisshu-Saurav: বলিউডে নতুন ঝড়ের ইঙ্গিত! মহেশ ভাটকে জড়িয়ে যিশু-সৌরভ, কী করতে চলেছেন?
নস্টালজিয়ায় ভাসলেন অভিনেত্রী
অনন্যার ‘টাপুর টুপুর’ ধারাবাহিকের কথা এখনও মানুষ ভোলেনি। বলা যেতে পারে, বাঙালি দর্শকের কাছে এই ধারাবাহিক নস্টালজিয়া। এ বিষয়ে অভিনেত্রী বলেন, “টাপুর টুপুর ছিল একটা যুগান্তকারী সিরিয়াল। টুপুর শুধু ওখানে একটা নেগেটিভ চরিত্র নয়, টুপুর ওই গল্পের সব ছিল। আর ওটাই ছিল সবথেকে মজার। সন্দীপ্তা আর আমার মধ্যে সবসময় একটা বেসিক রেসপেক্ট কাজ করেছে। ওর বিয়েতে আমাদের রিইউনিয়নটা ছিল ভীষণ অবাক করা ব্যাপার।”
আরও পড়ুন: Ranbir Kapoor: রণবীরের ভাগ্য বদল, এন্ট্রি নিলেন হলিউডে! দেখা যাবে কোন ছবিতে?
কবে বিয়ের পিঁড়িতে বসছেন?
‘টাপুর টুপুর’ এর এক বোনের বিয়ে হয়ে গেল। অন্য বোন কবে বিয়েতে বসবেন? এক্ষেত্রে অভিনেত্রীর বক্তব্য, ‘ নিশ্চয়ই বিয়ে হবে, জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, প্রচুর মানুষ চিনেছি, এত জনকে বুঝলাম। নিজেকে বোঝার পর ঠিক যখন কপালে লিখে রাখা আছে, তখনই বিয়ে হবে।” অভিনেত্রী অনন্যা সমস্ত ভরসা করেন ঈশ্বরের উপর।