ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত ছয় মাস ধরে বাগদানের প্রস্তুতি চলেছে (Ananya-Sukanta)। দীর্ঘ অপেক্ষার অবসান হল গত ২৫ ফেব্রুয়ারি। বাগদান সারলেন অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha) এবং কন্টেন্ট ক্রিয়েটর সুকান্ত কুন্ডু (Sukanta Kundu)। তাঁদের বাগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ সরগরম টলিপাড়া (Tollywood)। কিন্তু কিছু কিছু সমালোচক বলছেন, মাত্র ২১ বছরেই অনন্যা বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন। এরপর কেরিয়ারের কী হবে? এক্ষেত্রে কী মনে করেন অভিনেত্রী?
সমালোচকদের উদ্দেশ্যে অনন্যার জবাব (Ananya-Sukanta)
টলিপাড়ার এই সুপারহিট জুটির প্রেমের বয়স বড়জোর তিন বছর (Ananya-Sukanta)। মাত্র ২০ বছর বয়সেই অনন্যা সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি সুকান্তর সাথেই সারা জীবন কাটাবেন। নিন্দুক কিংবা সমালোচকরা কি বললেন, তাতে অনন্যার কিছু যায় আসে না। এক্ষেত্রে অনন্যা মনে করেন, “আগেকার দিনে কম বয়সে বিয়ে করতেন সবাই। তখন এত বিচ্ছেদও ছিল না। তাছাড়া আমি তো সুকান্তকে বিয়ে করব বলেই স্থির করেছি। তাই আর দেরি করতে চাইনি”।
কবে হবে সামাজিক বিয়ে? (Ananya-Sukanta)
আপাতত বাগদান হলেও, সামাজিক বিয়ের প্ল্যানিং বছরখানেক পরে করবেন (Ananya-Sukanta)। আসলে সামাজিক বিয়ের জন্য অনেক পরিকল্পনা করতে হয়। সেটা অনন্যা তাঁর দিদির বিয়ের সময় বুঝতে পেরেছেন। তাই সামাজিক বিয়ের ক্ষেত্রে হাতে একটু সময় নিয়ে পরিকল্পনা করতে চাইছেন। তবে খুব বেশি দেরি করার ইচ্ছা নেই।
উর্ধ্বমুখী অনন্যার কেরিয়ার গ্রাফ
অনন্যার বয়স কম হলে কি হবে, এই বয়সে অনন্যার কেরিয়ার গ্রাফটা বেশ ঊর্ধ্বমুখী। কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেছিলেন। তারপর একে একে ‘মিঠাই’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ‘তুঁতে’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ থেকে শুরু করে এখন অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। পাশাপাশি বেশ নজর কেড়েছেন ওটিটিতেও।
আরও পড়ুন: Koushani Mukherjee: বহুরূপীর পর ছোট পর্দা মাতাতে আসছেন কৌশানি! সঙ্গে থাকবেন ‘মহাগুরু’
অসহায় মানুষদের উপহার দেওয়া
অনন্যা-সুকান্ত টলিউডের শুধু মিষ্টি কাপল নন, মিষ্টি মনের মানুষও। এমনটাই বলছেন অনেকে। বাগদান উপলক্ষ্যে বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। চলতি পথে অনেকের সাথে দেখা হতেই, তাদের হাতে উপহার তুলে দিয়েছেন। সুকান্তের কথায়, ওই অসহায় মানুষ গুলোই তাঁদের প্রকৃত আশীর্বাদ করেছেন। সেই ভিডিও দেখে মন ভালো হয়ে গিয়েছে অনুরাগীদের।
ফোকাস থাকবে কেরিয়ারে
যদি অনন্যার কাজের কথা বলা হয়, অভিনেত্রীর বক্তব্য কেরিয়ার থেকে তাঁর ফোকাস নড়চড় হতে দেবেন না। মনে করেন, বিয়ে হয়ে গেলে যে কাজ কম পাবেন না, এমনটা একেবারেই নয়। কাজ তাঁর পরিচয়, সেখানে তিনি কোনও ফাঁকি দেবেন না।
আরও পড়ুন: Pathaan 2: বক্স অফিসে নতুন ঝড়ের ইঙ্গিত, পাঠানকে টেক্কা দিতে আসছে ‘পাঠান ২’!
বাগদানের অনুষ্ঠানের মেনু
২৫ ফেব্রুয়ারি দুই পরিবারের উপস্থিতিতেই তাঁদের আশীর্বাদ হয়েছে। এই দিন দুজনকে দেখা গিয়েছে সাবেকি সাজে। অভিনেত্রীর পরনে ছিল লাল বেনারসি। অপরদিকে সুকান্তর পরনে ছিল লাল পাঞ্জাবি এবং সাদা পায়জামা। বাগদানের সন্ধ্যেতে ছিল মেরুন রঙের গাউন। অপরদিকে সুকান্তর পরনে ছিল কালো শার্ট এবং স্যুট। মেনু ছিল বাঙালিয়ানায় ভরা। ভাত, মনোহারি ডাল, নারকেলের বোড়া, ঠাকুরবাড়ি পোলাও, রসগোল্লা থেকে শুরু করেছিল নানান রকমের ভর্তা।