ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১৯ সাল থেকে, আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি খেলোয়াড় (Andre Russel Retirement)। এবার তিনি অবসর গ্রহনের সিদ্ধান্ত জানিয়েছেন।
সাবিনা পার্কে রাসেলের শেষ আন্তর্জাতিক ম্যাচ (Andre Russel Retirement)
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন (Andre Russel Retirement)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচই হবে তার আন্তর্জাতিক ক্রিকেটে শেষ উপস্থিতি। ৩৭ বছর বয়সী রাসেল এই সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে তার ঘরের মাঠ, জামাইকার সাবিনা পার্কে। এই ম্যাচ দুটির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন রাসেল। উইন্ডিজ ক্রিকেট তার অবসরের ঘোষণা করে একটি আবেগঘন পোস্টে শ্রদ্ধা জানায়।
“ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব ছিল গর্বের বিষয়” (Andre Russel Retirement)
রাসেল এক বিবৃতিতে বলেন (Andre Russel Retirement), “ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করাটা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। ছোটবেলায় আমি কখনও ভাবিনি এই পর্যায়ে পৌঁছাবো। কিন্তু খেলা শুরু করার পর যখন বুঝতে পারলাম এই খেলার প্রতি আমার ভালোবাসা কতটা, তখন থেকেই নিজেকে আরও ভালো করে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম, মেরুন জার্সিতে একটি দাগ রেখে যেতে, অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে।”
আরও পড়ুন: ISL Crisis: আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে কাটছে জট! নতুন চুক্তির পথে AIFF ও FSDL?
তিনি আরও বলেন, “আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে ভালোবাসি। ঘরের মাঠে পরিবার ও বন্ধুদের সামনে খেলতে ভালোবাসি। যেখানে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাই। আমি চাই আন্তর্জাতিক কেরিয়ারটা ভালোভাবে শেষ হোক এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য আমি যেন একজন রোল মডেল হতে পারি।”
ক্যারিয়ার পরিসংখ্যান (Andre Russel Retirement)
২০১৯ সাল থেকে রাসেল কেবলমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। তিনি ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১,০৭৮ রান করেছেন ২২ গড়ে। স্ট্রাইক রেট ১৬৩.০৮। তিনটি হাফ-সেঞ্চুরি এবং সর্বোচ্চ স্কোর ৭১। বল হাতে নিয়েছেন ৬১টি উইকেট, গড় ৩০.৫৯। সেরা বোলিং ফিগার ৩/১৯। রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন এমন সময়ে, যখন আর মাত্র সাত মাস পর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে উইন্ডিজ দলের ব্যাটার নিকোলাস পুরানও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাত্র ২৯ বছর বয়সে।
রাসেল মাত্র একটি টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ওডিআই খেলেছেন ৫৬টি, করেছেন ১,০৩৪ রান, গড় ২৭.২১, স্ট্রাইক রেট ১৩০-এরও বেশি। করেছেন চারটি হাফ-সেঞ্চুরি, সর্বোচ্চ স্কোর ৯২*। ওডিআইতে উইকেট ৭০টি, গড় ৩১.৮৪। সেরা বোলিং ৪/৩৫। তিনি ২০১২ এবং ২০১৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দুর্দান্ত রাসেল
বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে রাসেল নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ৫৬১টি টি-টোয়েন্টি ম্যাচে ৯,৩১৬ রান করেছেন, গড় ২৬.৩৯। স্ট্রাইক রেট ১৬৮-এর ওপরে। দুইটি সেঞ্চুরি ও ৩৩টি অর্ধশত রান রয়েছে। সর্বোচ্চ স্কোর ১২১*। বোলিংয়ে ৪৮৫ উইকেট পেয়েছেন, গড় ২৫.৮৫, সেরা ফিগার ৫/১৫।
সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে (MLC) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (LAKR) হয়ে খেলেছেন। সেখানে নয়টি ম্যাচে করেছেন ১২৬ রান, গড় ২৫.২০। সর্বোচ্চ স্কোর ৬৫*, যা ছিল একমাত্র হাফ-সেঞ্চুরি। নিয়েছেন ১০টি উইকেট, গড় ৩২.৯০, সেরা বোলিং ৩/৩০। তার দল লিগ টেবিলের নিচে থেকে টুর্নামেন্ট শেষ করে, প্লে-অফে উঠতে পারেনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আখিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শার্ফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।