ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় (Andre Russell Retires) সমর্থকদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং স্বীকার করেন যে এখন এগিয়ে যাওয়ার সময়।
স্বপ্নের শহরে শেষ ইনিংস (Andre Russell Retires)
ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার আন্দ্রে রাসেল (Andre Russell Retires) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বুধবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেন্ট্রাল জামাইকার সাবাইনা পার্কে খেলা দ্বিতীয় টি-২০ ম্যাচে নিজের শেষ ইনিংস খেলেন রাসেল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচকেই বিদায় ম্যাচ হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। নিজের শহরে শেষবারের মতো খেলতে চেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে যখন ৯৮ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল, তখন ব্যাট করতে নামেন রাসেল। মাত্র ১৫ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও দুটি চার। অতিথি অস্ট্রেলিয়া দল এই ম্যাচ আট উইকেটে জিতে নেয়। তবে রাসেলের বিদায় মুহূর্তে আবেগ ও স্মৃতির আবরণে ঢাকা পড়ে যায় পরাজয়ের হতাশা।
আবেগঘন বার্তা রাসেলের (Andre Russell Retires)
৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার দর্শকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে বলেন (Andre Russell Retires), “সাবাইনা পার্কের দর্শকদের ধন্যবাদ জানাই। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকেও ধন্যবাদ, এতটা পথ চলার সুযোগ দেওয়ার জন্য। ঘরের মাঠে খেলে বিদায় নিতে পেরে আমি খুশি। যদিও ফল আমাদের পক্ষে আসেনি, তবুও অনেক ম্যাচ খেলার সুযোগ পেয়ে আমি ধন্য। দলের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। এতদিন ধরে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ।”
আরও পড়ুন: Shubman Gill on Team India Squad: চতুর্থ টেস্টের আগে বড় আপডেট! নেই আকাশ দীপ, কিপিং করবেন পন্থ
বিশ্বকাপ জয়
২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন রাসেল। সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “আমি মনে করি এবার এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমাদের দলে এখন তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড় রয়েছে—শেপার্ড ভালো পারফর্ম করছে, রাদারফোর্ড, আলজারি ও হোল্ডাররাও আছে। সাবাইনা পার্কে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে পেরে ভালো লাগছে। ফল আমাদের পক্ষে না গেলেও, ক্রিকেট এমনই। আপনারা আমাদের যেভাবে সমর্থন করেছেন, অনুরোধ করব, ভবিষ্যতেও তেমনটাই করুন।”
আরও পড়ুন: Sarfaraz Khan diet: ওজন কমিয়ে সবাইকে অবাক করলেন সারফরাজ খান, ২ মাসে ঝরালেন ১৭ কেজি
গার্ড অব অনার ও পরিসংখ্যান
মেরুন জার্সিতে শেষবার মাঠে নামার সময় রাসেলকে গার্ড অব অনার দেয় সতীর্থরা। এই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে তার বর্ণময় যাত্রার ইতি টানলেন তিনি। রাসেল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৮৫টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। ১০৮৬ রান এবং ৬১টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০-তে নিজের অধ্যায় শেষ করলেন তিনি।