ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতে এলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার (Andrius Kubilius)। তাঁর সঙ্গে বৈথক করলেম ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। কী কথা হল সেই বৈঠকে?
নয়াদিল্লিতে প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় কমিশনের বৈঠক (Andrius Kubilius)
২৮ ফেব্রুয়ারি ২০২৫, নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ ইউরোপীয় কমিশনের প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াসের (Andrius Kubilius) সঙ্গে বৈঠক করেন।
এই বৈঠকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্রসংক্রান্ত সহযোগিতা ও তথ্য ভাগাভাগির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির আলোচনা (Andrius Kubilius)
সঞ্জয় শেঠ ও মি. আন্দ্রিয়াস কুবিলিয়াস প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষত, ভারতে যৌথ প্রকল্প ও যৌথ উৎপাদনে ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।
আরও পড়ুন: Pune Bus Incident: পুনে ধর্ষণ কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত, গোপন ডেরা থেকে বেরোতেই গ্রেফতার
প্রকল্প নিয়ে আলোচনা
বৈঠকে ভারতের ইউরোপীয় ইউনিয়নের “Permanent Structured Cooperation” এবং অন্যান্য ইউরোপীয় উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের বিষয়টি নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন: Nepal Earthquake: গভীর রাতে কেঁপে উঠল নেপাল, হিমালয় অঞ্চল জুড়ে কম্পন
ভারত সফরে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দল
আন্দ্রিয়াস কুবিলিয়াস ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট নেতৃত্বাধীন প্রতিনিধি দলের অংশ হিসেবে ভারত সফরে এসেছেন। তার সঙ্গে ইউরোপীয় কমিশনের অন্যান্য সদস্যরাও রয়েছেন।