ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এখন চলছে ভ্যালেন্টাইনস উইক (Valentine’s Week), অর্থাৎ ভালোবাসার সপ্তাহ। প্রত্যেক বছরের ৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি, প্রেমিক মানুষদের জন্য অত্যন্ত স্পেশাল এই দিনগুলো (Angana Roy)। এই বিশেষ দিনগুলো কীভাবে কাটাচ্ছেন টলিপাড়ার (Tollywood) সুন্দরী অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)? ভ্যালেন্টাইনস উইকে ট্রাইব টিভির সঙ্গে শেয়ার করলেন, নানান অজানা কথা। স্মৃতিচারণায় উঠে এল, অঙ্গনার প্রথম প্রেমের গল্প।
ভালোবাসার সপ্তাহে প্রথম উপহার পাওয়া (Angana Roy)
ট্রাইব টিভিকে জানান, অঙ্গনা (Angana Roy) তখন সাউথ পয়েন্টে পড়তেন। ক্লাস নাইন। সেই সময়, এই বিশেষ সপ্তাহে প্রত্যেকটি দিন উপহার পেতেন। সেভাবে কোনও প্রেমিক ছিল না। কিন্তু এক বন্ধু পরবর্তীকালে অঙ্গনাকে বলেছিলেন, সে অভিনেত্রীকে ভীষণ পছন্দ করে। ওই সময় অঙ্গনাকে একটা বিশাল বড় টেডি বিয়ারও দিয়েছিল। ভালোবাসার সপ্তাহে ৭ থেকে ১৪ তারিখের মধ্যেই, অঙ্গনা কিছু না কিছু বাড়িতে নিয়ে আসতেন। দেখে তো অঙ্গনার মা রীতিমত অবাক। অঙ্গনাকে জিজ্ঞাসা করেছিলেন, জিনিসগুলো কোথা থেকে পেয়েছে। এখন অঙ্গনার ভাবতে মজা লাগে যে, ক্লাস নাইন এবং টেন, এই দুই বছর ভ্যালেন্টাইন সপ্তাহের প্রত্যেক দিনই তিনি চকলেট, গোলাপ, কখনও বা টেডি বিয়ার উপহার পেতেন। বিষয়টা অঙ্গনার বেশ ভালই লাগত।
প্রথম কার প্রেমে পড়েছিলেন? (Angana Roy)
সিরিয়াসলি কি স্কুল জীবনে অঙ্গনা (Angana Roy) কারোর প্রেমে পড়েছিলেন? যার কারণে বকা খেতে হয়েছিল বাড়িতে! এখানেও রয়েছে একটা না জানা গল্প। সাউথ পয়েন্টে পড়াকালীন অঙ্গনার প্রথম প্রেমে পড়েন, তখন তিনি ক্লাস টেনে পড়েন। সেই ছেলেটার একদম বিপক্ষে ছিলেন অঙ্গনার বাবা-মা। সেই ছেলেটিকে অঙ্গনার বন্ধুরাও পছন্দ করতেন না। তখন অঙ্গনা সেই প্রেমিকের কাছ থেকে উপহার পেতেন। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা মনের কথা লিখে একটি ডায়রি উপহার দিয়েছিল অঙ্গনাকে। আর সঙ্গে ছিল একটা আংটি। সেই উপহার গিয়ে পড়ে অঙ্গনার মায়ের হাতে। তারপর শুরু হয়ে যায়, মেয়েকে জেরা করা।
আরও পড়ুন: Amitabh Bachchan: বলিউডকে বিদায় জানাচ্ছেন অমিতাভ! পোস্ট দেখে মন খারাপ অনুরাগীদের
প্রেমিক মানুষ অঙ্গনা
এই যে প্রেমের জন্য বিশেষ একটা দিন, এই ধারণায় অঙ্গনা কি বিশ্বাসী? অভিনেত্রীর কথায়, তিনি ভীষণ প্রেমিক মানুষ। স্কুল জীবনে যেভাবে ভ্যালেন্টাইন সপ্তাহ উপলক্ষে উপহার পেয়ে মজা পেতেন, এখনও উপহার পেয়ে ততটাই খুশি হন। কিন্তু এই যে সাতটা দিনের, প্রত্যেকটা দিন একটা একটা করে আলাদা করে উপহার। এমন নিয়মে অঙ্গনা বিশ্বাসী নন। কারণ তিনি মনে করেন, বিশেষ দিনে ভালোবাসা দেখানো হল, কিন্তু অন্যান্য সময় ভালোবাসা থাকল না, তাহলে সেই সম্পর্কের কোনও অর্থ থাকবে না। দুঃখের মাঝে খুশি খুঁজে নেওয়ার দরকার রয়েছে। কিন্তু আলাদা করে এটা তো মানুষ মেনে চলে না।
আরও পড়ুন: Chirodini Tumi Je Aamar: দিতিপ্রিয়ার মনের কথা শুনে চলেন জিতু, দুজনের সম্পর্ক সাত জন্মের!
প্রেমের সম্পর্কে বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী
অঙ্গনার জীবনে বর্তমান প্রেম কে? কার সঙ্গে সম্পর্কে রয়েছেন? অঙ্গনার বক্তব্য , বর্তমানে তাঁর জীবনে প্রেম আছে। সেই সম্পর্ক বেশ ভালই চলছে। অঙ্গনা প্রেমের সম্পর্কে বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী। মনে করেন, যদি বন্ধুত্ব না থাকে, তাহলে প্রেম আসবে না।