ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কিছুমাস ধরেই ফেডারেশন ও পরিচালকদের মধ্যে বিবাদের কথা জানা যাচ্ছে। ফেডারেশন ও পরিচালকদের পারস্পরিক বিবাদ যেন থামতেই চাইছে না। ইতিমধ্যেই এ বিষয়ে মামলা দায়ের হয়েছিল। আর এই বিবাদ নিয়ে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) মুখ খুলতে দেখা গিয়েছিল। সোমবার যোগেশ মাইস একাডেমিতে মিউজিক ভিডিওর শুট হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই তা হবে না বলে জানানো হয়। তাহলে কি আবার বন্ধ অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) মিউজিক ভিডিও শুট? কী বললেন অভিনেতা? তাঁর কী মত রয়েছে এ বিষয়ে? তিনি কী কোন কারণ জানতে পেরেছেন? হঠাৎই কেন বন্ধ ভিডিও শুটিং? এমন নানা প্রশ্ন রয়ে যাচ্ছে দর্শকদের মনে।
উত্তপ্ত সম্পর্ক (Anirban Bhattacharya)
গত বছর থেকেই ফেডারেশন ও গিল্ডের মধ্যে সম্পর্ক উত্তপ্ত। পরিচালকরা মনে করেন, টেকনিশিয়ান ও ফেডারেশনের একাংশ তাঁদের কাজে বাধা দিচ্ছেন। একসময় বেশ কয়েকজন পরিচালক একত্রে পরিস্থিতির প্রতিবাদ করেছিলেন। তবে সময়ের সাথে সেই সম্পর্কের চিড় ধরে। অনির্বাণ সহ আরও কিছু পরিচালক গিল্ড থেকে দূরে সরে গিয়েছেন। ইতিমধ্যে অনির্বাণ ভট্টাচার্যর (Anirban Bhattacharya) নতুন মিউজিক ইউনিট গড়ে উঠেছে। আর সেই ইউনিটের একটি গানের শুটিং ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই শুটিং বন্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে টেকনিশিয়ানরা আসতে পারবেন না বলে জানান। এমনকি জানা গিয়েছে, অনেকেরই ফোন করলে, তাঁরা ফোন ধরেননি। অভিনেতার মতে, তাঁকে পেশাগত অসহযোগিতা করা হচ্ছে।
লড়াই করে কাজ (Anirban Bhattacharya)
অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) তাহলে কি অন্য রাজ্যে যাবেন? এ প্রসঙ্গে অভিনেতা জানান, তিনি কেন অন্য রাজ্যে যাবেন? তাঁর ভাষা বাংলা। তিনি যা শিখেছেন এখান থেকেই। আশীর্বাদ, ভালবাসা সবকিছুই এখানকার দর্শক দিয়েছেন তাঁকে। বাংলা ভাষাভাষী মানুষ দিয়েছেন, তাহলে তিনি কেন অন্য রাজ্যে যাবেন? অভিনেতা আরও বলেন, তিনি এখানেই ঠিক লড়াই করে কাজ করবেন। তিনি ভেঙে পড়ছেন না এত তাড়াতাড়ি। কারণ অভিনেতা মনে করেন, সব লড়াই ছ’মাস, এক বছর, দু’বছররে সমাধান হয় না। অনেক সময় লড়তে হয়, একদিনই হয় না। তাঁর কথায়, “দাবি যদি ন্যায্য হয়, দাবী যদি স্বচ্ছ থাকে, তাহলে ছোট লড়াই হোক, বড় লড়াই হোক, সে লড়াই লড়তে সময় লাগবে।”
আরও পড়ুন: Jaya Ahsan: কলকাতায় জয়ার জন্মদিন সেলিব্রেশন, ঘটালেন অদ্ভুত কাণ্ড!
সহকর্মীদের কী মত?
অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) মিউজিক ভিডিও বন্ধ। অভিনেতার সহকর্মীরা কিছু বলছেন না? অভিনেতা জানান, এখনও পর্যন্ত কেউ কিছু বলেননি। এ বিষয়ে তাঁর সহকর্মীরা কী জানেন? অভিনেতার মতে, সে বিষয়ে তিনি বলতে পারবেন না। তাঁরা জানেন কিনা সেটা তাঁরাই বলতে পারবেন।
আরও পড়ুন: Susmita-Sabyasachi: আলাদা হল সুস্মিতা-সব্যসাচীর পথ, মন খারাপ সায়কের
প্রতিবাদী হয়ে ওঠার খেসারত!
অভিনেতা সামনেই ‘রঘু ডাকাতে’র শুটিং করেছেন। তবে সামনে তাঁর কাজের কোনও কথা নেই। সরকারি বিভিন্ন পদে থাকা অভিনেতা বা পরিচালক রয়েছে, তাঁরা কী তাঁকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, তিনি তাঁদের কারোর সাথে যোগাযোগ করেননি। তবে তিনি কাজ বন্ধ রাখতে চান না। তিনি আবারও চেষ্টা করবেন কাজটাকে শুরু করার। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রতিবাদী হওয়ার জন্যই কী তাঁকে খেসারত দিতে হচ্ছে?