ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি খুনে বহিষ্কৃত বিজেপি নেতার পুত্র-সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড আদালত(Ankita Murder)। শুক্রবার আদালত দোষী সাব্যস্ত করেছে পুলকিত আর্য, সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তাকে। পুলকিত বিজেপির প্রাক্তন প্রভাবশালী নেতা বিনোদ আর্যর ছেলে তথা রিসর্টের মালিক। উত্তরাখণ্ডের পাউরি জেলার ওই রিসর্টেরই রিসেপশনিস্ট ছিলেন ১৯ বছরের অঙ্কিতা।
ঘটনার সূত্রপাত (Ankita Murder)
উত্তরাখণ্ডের পাউরি জেলার যমকেশ্বর ব্লকের একটি রিসর্টে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন অঙ্কিতা।২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে অঙ্কিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করে পরিবার। তার ছ’দিন পরে ২৪ সেপ্টেম্বর চিল্লা খাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধার করে পুলিশ। তরুণীর বাবা অভিযোগ করেছিলেন, তাঁর মেয়েকে খুন করেছেন রিসর্টের মালিক তথা বিজেপি নেতার পুত্র পুলকিত এবং তাঁর সঙ্গীরা। অভিযোগের প্রেক্ষিতে পুলকিত, সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তকে গ্রেফতার করে পুলিশ।

গুরুতর অভিযোগ (Ankita Murder)
তদন্তে উঠে আসে বিজেপি নেতার পুত্রের রিসর্টে যে অতিথিরা আসতেন, তাঁদের সঙ্গে রিসেপশনিস্ট অঙ্কিতাকে ‘ঘনিষ্ঠ’ হতে জোর করা হত। এই চাপ দিতেন পুলকিত নিজে। কিন্তু ওই তরুণী কোনও ভাবেই রাজি হননি। সেই কারণেই রিসর্টের মালিক পুলকিত, ম্যানেজার সৌরভ এবং সহকারী ম্যানেজার অঙ্কিত অঙ্কিতাকে খুন করে।
আরও পড়ুন- BRS: বিজেপির সঙ্গে বিআরএস-কে একীভূতের চেষ্টা! প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারে লড়াই
বিজেপি নেতাকে বহিষ্কার (Ankita Murder)
ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে।এদেশে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে যায়। পাশাপাশি রাজনৈতিক প্রভাবশালী নেতাদের প্রভাব খাটানোর মতো বিষয় নিয়েও সমালোচনা শুরু হয়। ওই অভিযোগ ওঠার পরেই বিনোদকে দল থেকে বহিষ্কার করেছিল বিজেপি। এদিকে, ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
আরও পড়ুন- Earthquake: আবারও পাকিস্তানে প্রকৃতির কোপ! ৪ দিনের মধ্যে তৃতীয়বার ভূমিকম্পে আতঙ্ক
আদালতে মামলা (Ankita Murder)
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০২, ২০১, ৩৫৪এ ও গ্যাংস্টার মামলা দায়ের করা হয়েছিল। সিট ৫০০ পাতার চার্জশিট জমা দিয়েছিল আদালতে। মামলার বিচার শুরু হয় ২০২৩ সালের ২৮ মার্চ। মামলায় ৪৭ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।শুক্রবার আদালত ৩ জনকে দোষী সাব্যস্ত করার পরে অঙ্কিতার মা তাদের ফাঁসির শাস্তির দাবি জানান।কিন্তু তাদের সকলকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।