ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নারীদের মন বোঝার চেষ্টা করছেন অঙ্কুশ (Ankush Hazra)! প্রেম দিবসে বড় বার্তা দিলেন তিনি। শুধু প্রেম দিবস (Valentine’s Day)নয়, একই দিনে ছিল তাঁর নিজের জন্মদিন (Birthday) । গত ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার নিজের জন্মদিন এবং প্রেম দিবস উপলক্ষে, ঘোষণা করলেন একটা বড় চমক। নিঃসন্দেহে এই বার্তা টলিউড স্টার (Tollywood Star) অঙ্কুশের (Ankush Hazra) অনুরাগীদের জন্য সুখবর।
মির্জার সিক্যুয়েলের জন্য দর্শকের অপেক্ষা (Ankush Hazra)
এর আগে ‘মির্জা’ (Mirza) ছবিতে অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra) দর্শক দেখেছিল একেবারে অন্য রূপে। সুমিত সাহিলের পরিচালনায় যেভাবে পর্দায় অঙ্কুশের অবতরণ হয়েছিল, এবার তা হবে না। প্রসঙ্গত, ‘মির্জা’ ছবির মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয়েছিল অঙ্কুশের। ‘মির্জা’ দেখার পর দর্শকের চাহিদা আরও বেড়েছে। অঙ্কুশের থেকে ভাল কাজ পেতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ‘মির্জা’ ছিল মূলত ভরপুর অ্যাকশনে ভরা থ্রিলার ঘরানার ছবি। যে ছবির সিক্যুয়েলের জন্য দর্শক অপেক্ষা করছে।
জন্মদিন উপলক্ষে বড় উপহার (Ankush Hazra)
গত ১৪ই ফেব্রুয়ারি অঙ্কুশ (Ankush Hazra) নিজের জন্মদিন উপলক্ষে তাঁর অনুরাগীদের দিলেন একটা বড় উপহার। নতুন ছবির ঘোষণা করলেন। এই ছবিতে যৌথ প্রযোজনায় অঙ্কুশ হাত মিলিয়েছেন অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে। আবারও অঙ্কুশকে দেখা যাবে পুরোদমে কমেডি ছবিতে। পুনরায় জুটি বাঁধছেন সুমিত সাহিলের সঙ্গে। গানের দায়িত্বে রয়েছেন ঈশান মিত্র।
আসছে অঙ্কুশের নতুন ছবি
অঙ্কুশের নতুন ছবি, ‘নারী চরিত্র বেজায় জটিল’। আর এই ছবির ঘোষণার একটি ভিডিও ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অঙ্কুশ। ভিডিওটির নেপথ্যে থেকে শোনা যায়, অঙ্কুশের গলা। তিনি রীতিমত শোনালেন, সাবধান বাণী। বললেন, “সকল পুরুষদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা বলুন তো, নারীদের মন বোঝার জন্য সবচেয়ে জরুরি জিনিস কোনটি? একটু ভাবুন তো”। তারপর ছবিটা সম্পর্কে কিছুটা সাসপেন্স রেখেছেন অভিনেতা।
কে হবে নায়িকা?
‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটির গল্প কেমন হতে চলেছে, বা গল্পের কাহিনী ঠিক কি, সেটা এখনও জানা যায়নি। তবে এটা যে কমেডি ঘরানার, তা আন্দাজ করাই যাচ্ছে। আর এই ছবির মুখ্য চরিত্রে থাকছেন অঙ্কুশ। এমনটাই মনে করছেন অনুরাগীরা। কিন্তু নায়িকা কে হবেন? অঙ্কুশ সেই বিষয়ে কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত দেননি। এখন শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: Pratul Mukhopadhyay: সুরের দুনিয়ায় নক্ষত্রপতন! প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়
অনুরাগীদের অপেক্ষার অবসান
প্রথমত নতুন বছর, দ্বিতীয়ত ভ্যালেন্টাইন্স ডে, তার উপর নিজের জন্মদিন। সবকিছুর মিলেমিশে বিশেষ দিনে অঙ্কুশ যে একটা ধামাকাদার ঘোষণা করলেন তা বলাই বাহুল্য। তাছাড়া তাঁর অনুরাগীরা বহুদিন ধরেই তাঁর কাছ থেকে এরকমই কিছু একটা আশা করছিলেন। বলা যেতে পারে, খুব শীঘ্রই অঙ্কুশ অনুরাগীদের অপেক্ষার অবসান হতে চলেছে।