ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee: The Bengal Chapter) সিরিজে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এবং জিতকে (Jeet ) একপর্দায় দেখে আবেগে আপ্লুত টলিউডের (Tollywood ) আর এক সুপারস্টার (Superstar) অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁর স্মৃতিচারণায় উঠে এল ছোটবেলার কথা। ছোটবেলায় কীভাবে জিৎ এবং প্রসেনজিতের ছবি তিনি উপভোগ করতেন? সে কথাই শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে।
অঙ্কুশের পোস্ট (Ankush Hazra)
সোশ্যাল মিডিয়ায় জিৎ এবং প্রসেনজিতের দুটি ছবি একসাথে শেয়ার করে অঙ্কুশ (Ankush Hazra) লেখেন, “স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা ডিভিডি স্টোর থেকে এই দুটি মানুষের সিনেমা কিনে এনে দেখতাম। আজ সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্মে এনাদের একসাথে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” তারপরেই লেখেন, তাঁর কাছে প্রসেনজিৎ এবং জিৎ শুধু শ্রদ্ধার মানুষ নন, বরং তাঁর অন্যতম প্রিয় দুই দাদা। জিৎ এবং প্রসেনজিতকে তিনি সেই ছবি ট্যাগও করেছেন। পাশাপাশি খাকির জন্য জানিয়েছেন শুভেচ্ছা।
অনুরাগীদের মন্তব্য (Ankush Hazra)
অঙ্কুশের (Ankush Hazra) পোস্ট দেখে রীতিমত ভালোবাসায় ভরিয়ে দিলেন বহু অনুরাগী। বর্ধমানের এক অনুরাগী কমেন্ট বক্সে অঙ্কুশকে উদ্দেশ্য করে লেখেন “তোমার সিনেমার ডিভিডিও আছে বাড়িতে।” আবার আরেক অনুরাগী লিখলেন, “জিৎ ভার্সেস প্রসেনজিৎ, সত্যি ভাবা যায়! বাংলার অডিয়েন্স আর কি চায়!”
দর্শকদের বড় পাওনা
একপর্দায় জিৎ আর প্রসেনজিতের দেখা পাওয়াটা বাংলার দর্শকের কাছে বড় পাওনা। যেখানে জিতকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। রীতিমত দাবাং মেজাজে দেখা গিয়েছে তাঁকে। অপরদিকে সাদা পোশাকে রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিতকে।
আরও পড়ুন: Sikandar New Song: হোলির আগেই রঙিন মেজাজে সলমন, নাচলেন ‘ব্যোম ব্যোম ভোলে’ ধ্বনিতে
একপর্দায় প্রসেনজিৎ এবং জিৎ
মূলত “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার” এর গল্প কেমন হতে চলেছে, তার আভাস পাওয়া গিয়েছে টিজারে। রয়েছে গ্যাংস্টার এবং রাজনীতিবিদদের সমীকরণ। সম্প্রতি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জিতকে বলতে শোনা গিয়েছিল, “লোকজনের যা প্রতিক্রিয়া তাতে ভালো লাগছে। এই সিরিজ যেন আমার পরিচিতি বাড়িয়ে দেয়”। এটাই জিতের প্রথম ওয়েবের কাজ, তাও আবার হিন্দিতে এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে। শুধু তাই নয়, এই প্রথম জিৎ এবং প্রসেনজিৎ একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন।
আরও পড়ুন: Ranbir-Aamir: ঘোর শত্রুতায় আমির-রণবীর! ইঙ্গিতপূর্ণ পোস্ট করে কী বললেন আলিয়া?
ধামাকাদার সিরিজ
একটা সময় টলিউডে রাজত্ব করতেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সেই রাশ এখনও তিনি ধরে রেখেছেন। অপরদিকে জিতও কম যান না। আর টলিউডের দুই মহারথী যখন পর্দায় আসছেন, সেই কাজ যে ধামাকাদার হতে চলেছে, তা বলাই বাহুল্য । তাছাড়া এই দুই অভিনেতা বাংলার বহু দর্শকের কাছে বড় আবেগ। সুপারস্টার অঙ্কুশও কিন্তু বাংলার সেই দর্শকদের মধ্যেই একজন। তাই তিনি তাঁর আবেগের কথা লিখে ফেললেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্মৃতিচারণ করলেন পুরনো দিনের কথা।