Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় বেশ জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তবে সম্প্রতি ইডির মুখোমুখি হতে হবে তাঁকে। এ খবরে যেন হতবাক অনুরাগী থেকে দর্শক। অভিনেতাকে কী জন্য ডাক করালেন তদন্তকারী সংস্থা? অভিনেতার বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে ? অভিনেতা অঙ্কুশ (Ankush) এর বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠায় রীতিমত তোলপাড় টলিপাড়া। অনেকে মেনে নিতেই পারছেন না এমন একটি অভিযোগ। কেন উঠলো অঙ্কুশ এর বিরুদ্ধে এমন অভিযোগ? আর এ প্রশ্ন কোনও একজনের নয়, বহু জনের মনে উঠছে।
অভিযোগ ওঠা (Ankush Hazra)
জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra) অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাজিরা দিতে বলেছেন। শোনা গিয়েছে ১৬ ই সেপ্টেম্বর ২০২৫ এ তাঁকে হাজিরা দিতে হবে বলে। অভিযোগ উঠেছে অঙ্কুশ হাজরা বেআইনি বেটিং প্ল্যাটফর্ম গুলির প্রচারে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যম ব্যবহার করছিলেন । যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের প্রভাবিত হচ্ছেন।

নাম জড়িয়ে পড়া
টলি তারকা হিসাবে অঙ্কুশ হাজরার (Ankush Hazra) নাম এই প্রথম বেআইনি বেটিং অ্যাপের সাথে জড়িয়ে পড়ল। যদিও এর আগে বহু দক্ষিণী অভিনেতা এই বেটিং অ্যাপ এর সাথে জড়িয়ে পড়েছিলেন , যেমন বিজয় দেবেরাকোন্ডা, উর্বশী রাওতেলা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ ও আরও অনেকেই। কেন্দ্রীয় তদন্তকারী দল গত জুন মাসে সুরেশ হরভজন সহ আরও অনেকেরই রেকর্ড বয়ান করেছেন।
আরও পড়ুন : Kangana Ranaut: মন বসল না রাজনীতিতে? অভিনয়ে কামব্যাক কঙ্গনার!
অধরা থাকা
তদন্তকারী সংস্থা মনে করে, বেআইনি বেটিং অ্যাপের হয়ে প্রচার চালানোর জন্য আর্থিক সুবিধা পেয়েছেন তারকারা (Ankush Hazra)। শুধু তাই নয় , এই বেআইনি অ্যাপগুলি বহু টাকা উপার্জন করেছে বলে ধারণা করছে তদন্তকারী দল।
নিজের কাজে ব্যস্ত
আপাতত জানা গিয়েছে, অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) পুজোয় রিলিজ হওয়া শিবপ্রসাদ নন্দিতার ‘রক্তবীজ ২’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে অন্য রূপে ধরা দেবেন তিনি। অভিনেতার সেই চমক ছবির ট্রেলারে প্রকাশ্যে এসেছে। যা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে । এছাড়াও অঙ্কুশকে দেখা যায় ,জি বাংলার ডান্স বাংলার ডান্সের শোয়ে বিচারক আসনে।
বেআইনি অ্যাপের বিরুদ্ধে সরব
গত বছর থেকে এই বেআইনি বেটিং অ্যাপের বিরুদ্ধে সরব হয়েছে তদন্তকারী দল। এই তদন্ত ভবিষ্যতে প্রচার মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তারকাদের এই ধরনের অ্যাপের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারে বলে মনে করছেন অনেকেই (Ankush Hazra)।