ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দর্শকদের সকল চিন্তার অবসান ঘটিয়ে ফ্লোরে ফিরলেন অভিনেত্রী অন্বেষ হাজরা (Annwesha Hazra)। সঙ্গে আরেকটা নতুন টুইস্ট আছে। পরনে উর্দি। চোখের সানগ্লাস। নতুন রূপে ফিরলেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী স্বীকৃতি ছোট পর্দায় ফিরছেন। তার অপেক্ষা করছিলেন অনুরাগীরা। তবে নতুন ধারাবাহিকে নয়। বরং আনন্দী (Anandi) ধারাবাহিকে স্বীকৃতি ফিরলেন বিশেষ চরিত্রে, পুলিশের (police) ভূমিকায়। একদম দুর্দান্ত লুকে।
এই ধারাবাহিকে কোন জুটি? (Annwesha Hazra)
এই ধারাবাহিকে রয়েছে ঋত্বিক-অন্বেষা জুটি। যেখানে চিকিৎসকের ভূমিকায় রয়েছেন ঋত্বিক। আর নার্সের চরিত্রে রয়েছেন অন্বেষা (Annwesha Hazra)। কয়েক দিন আগেই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই হঠাৎ করেই ধারাবাহিক থেকে গায়েব হয়ে যান। নতুন চমক নিয়ে অভিনেত্রী এন্ট্রি নিলেন, তার সঙ্গে এন্ট্রি নিলেন স্বীকৃতি। যতদূর দেখা যাচ্ছে, কিডন্যাপ হয়েছেন আনন্দী। সেই রহস্য উদ্ধার করবে স্বীকৃতি।
অসুস্থ ছিলেন অভিনেত্রী (Annwesha Hazra)
অভিনেত্রী অন্বেষা (Annwesha Hazra) তাঁর ভক্তদের সঙ্গে ২২ নভেম্বর নিজের সামাজিক মাধ্যমে, তাঁর অসুস্থতার খবর শেয়ার করে নেন। দীর্ঘদিন অভিনেত্রীকে দেখতে না পাওয়ায় অনুরাগীরা উদ্বিগ্ন ছিল। অভিনেত্রী হাসপাতালের বিছানায় শুয়ে সামাজিক মাধ্যমে দর্শকদেরকে জানিয়েছিলেন, নিজের অসুস্থতার কথা।
আরও পড়ুন: Mithun Chakraborty: বাংলাদেশের নায়িকার সঙ্গে মিঠুনের জুটি, ফিরছেন নায়কের ভূমিকায় নতুন ফর্মে!
কী হয়েছিল?
জানিয়েছিলেন, একসঙ্গে টাইফয়েড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ১১ নভেম্বর শেষবারের মতো শুটিং করেছিলেন। তারপর দশ দিনের বিরতির নিয়ে আবার ফ্লোরে ফেরেন অভিনেত্রী। ১৫ নভেম্বর তাঁর অসুস্থতার কথা নিজের সামাজিক মাধ্যমে জানান। সবাইকে দুশ্চিন্তা করতে বারণ করেন। তিনি সেখানে আরো জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরবেন। সেই কথার ব্যতিক্রম হল না। তিনি খুব শীঘ্রই শুটিং সেটে ফিরলেন।
মাত্র ১০ দিনের বিরতি
অভিনেত্রী মাত্র ১০ দিনের বিরতি নিয়ে ফিরে এলেন আবার শুটিং করতে। বর্তমানে আনন্দীকে গল্পতে না দেখতে পেয়ে, দর্শকরা আনন্দী দেখার উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। এই সপ্তাহের টিআরপি তালিকা দেখলে স্পষ্ট হয়ে যায়। চলতি সপ্তাহে খুব কম টিআরপি পেয়েছে এই ধারাবাহিক। অভিনয় দিয়ে অন্বেষা দর্শকদের মন বারংবার জয় করেছেন। বর্তমান সময়ও করে যাচ্ছেন।
আরও পড়ুন: Avika Malakar Come Back: ফিরছে ‘তোমাদের রানী’, নতুন ফর্মে অভিকার কামব্যাক
সবাইকে জানালেন শ্যুটিং-এর কথা
২২ তারিখ অভিনেত্রী শুটিং ফ্লোরে এসে আনন্দী সেজে সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে নিলেন। লিখলেন, ‘তিনি শুটিং শুরু করতে চলেছেন’। সেই সংবাদ সামাজিক মাধ্যমে আসার পর থেকেই ভীষণ খুশি অভিনেত্রীর অনুরাগীরা। তার ভক্তরা এই সংবাদ সমস্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন।
মুক্তি পেয়েছে প্রথম সিনেমার ঝলক
অভিনেত্রী যখন হাসপাতালে ভর্তি ছিলেন, ঠিক সেই সময়তেই তাঁর অভিনয় করা ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ তার জীবনের প্রথম সিনেমার প্রথম ঝলকও মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে তাঁর লুক এবং অভিনয় ভীষণ প্রশংসা পেয়েছে।