ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুরনোকে বিদায় জানিয়ে এবার নতুনকে আপন করে নেওয়ার পালা (Annwesha-Ritwik)। ২০২৪ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপর শুরু হয়ে যাবে বর্ষবরণ উৎসব। ২০২৫ এ নতুন করে পথ চলা শুরু করবে গোটা বিশ্ববাসী। এই যে ফেলে আসা একটা বছর, ২০২৪ এ টলি তারকারা কী হারালেন? আর নতুন করে কী পেলেন? আজকের প্রতিবেদনে থাকছে, দুজন বিখ্যাত টলি তারকার কথা।
ঋত্বিক কী পেলেন? (Annwesha-Ritwik)
‘আনন্দী’ (Anondi) ধারাবাহিকের জনপ্রিয় মুখ অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং ঋত্বিক মুখার্জি (Ritwik Mukherjee)। এর আগেও তাদেরকে দেখা গিয়েছিল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে। এই জুটি (Annwesha-Ritwik) দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছে। অভিনেতা ঋত্বিকের মতে, ২০২৪ এ তিনি অনেক কিছুই পেয়েছেন। কিন্তু তাঁর জীবন থেকে হারিয়েছে ‘মন দিতে চাই’ ধারাবাহিক। আবার নতুন করে পেয়েছেন ‘আনন্দী’ ধারাবাহিক। পুরনো জুটিকে নতুন ভাবে দর্শক গ্রহণ করেছে। দর্শকের প্রচুর ভালবাসা, তিনি আবার নতুন করে পাচ্ছেন। ২০২৪ এ এটা একটা বড় পাওনা। এছাড়াও তাঁর পাওনার ঝুলিতে রয়েছে জীবনসঙ্গী। এই বছর তিনি আইনি ভাবে বিয়ে সেরেছেন।
অন্বেষা কী পেলেন? (Annwesha-Ritwik)
অপরদিকে যদি অভিনেত্রী অন্বেষা হাজরার কথা বলা হয়, তিনি ট্রাইব টিভিকে বললেন, ২০২৪ এ তিনি নতুন কিছু পেয়েছেন, আবার হারিয়েছেন অনেক কিছুই (Annwesha-Ritwik)। এই বছরেই তাঁকে দেখা গিয়েছে বড় পর্দায়। এই মুহূর্তে বক্স অফিসে দর্শক দেখছে ‘৫ নং স্বপ্নময় লেন’। ছবিটিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এই বছরেই তিনি নিজেকে দেখেছেন বড় স্ক্রিনে। হলের মধ্যে কেক কেটেছেন। দর্শকদের উচ্ছ্বাস দেখেছেন। আবার হারিয়েছেন অনেক কিছুই। যার মধ্যে অন্যতম ‘সন্ধ্যা তারা’ ধারাবাহিক। ‘আনন্দী’ ধারাবাহিকের আগে তিনি সর্বশেষ ‘সন্ধ্যা তারা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: Saheb Chatterjee: জন্মদিনে হাসপাতালে সাহেব, দুটি কারণে ক্ষমা চাইলেন
পুরনো জুটিকে নতুন ভাবে দেখছে দর্শক
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিজেকে দেখা, এটা কিন্তু কম বড় কথা নয়। বর্তমানে দেখা গিয়েছে, ছোট পর্দার বহু তারকা বড় পর্দায় কাজ করছেন। কিন্তু একসাথে কি দেখেছেন? কারণ ছোট পর্দায় একটা সময় ম্যানেজ করার ব্যাপার থাকে। ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নিজেকে দেখাটা সবার ভাগ্যে হয় না। এই পাওনাটা কিন্তু ২০২৪ এই পেয়েছেন অন্বেষা। আর তার থেকেও বড় কথা, একটা পুরনো জনপ্রিয় জুটিকে আবার নতুন করে পর্দায় ফিরে পেয়েছে দর্শক। এটা শুধু ঋত্বিক-অন্বেষার জন্য বড় পাওনা নয়, বরং এই জুটির অনুরাগীদের জন্য বড় পাওনা। ‘আনন্দী’ ধারাবাহিক “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিকের জনপ্রিয়তা থেকে কিন্তু কম নয়। ইতিমধ্যেই ‘আনন্দী’র গল্প দর্শকের ভালো লাগতে শুরু করে দিয়েছে। নতুন রূপে আনন্দী আর ঋত্বিকের জুটিকে মানুষ গ্রহণ করেছে।
আরও পড়ুন: Suhana Khan: লুকিয়ে প্রেম করছেন শাহরুখ কন্যা সুহানা, সত্যি ফাঁস!
পাওয়া, না পাওয়া এক অপরের পরিপূরক
যদি পাওয়া আর না পাওয়ার হিসাব করেন, তাহলে তো সবটাই গরমিল হয়ে যাবে। দুটো বিষয় বিপরীত হলেও, একে অপরের পরিপূরক। মানুষের পাওয়া গুলো আছে বলেই, না পাওয়ার খামতি গুলো রয়েছে। তবে একটা বছরকে বিদায় দেওয়া মুখের কথা নয়। একটা বছর মানে বেশ কিছুটা সময়। যে সময়ের সাথে জুড়ে থাকে ভালোলাগা, খারাপ লাগা, সুখ দুঃখের মতো অনুভূতিগুলো। অনেকেই আছেন, এই অনুভূতিগুলোকে সঙ্গী করেই নতুন বছরে পদার্পণ করেন। আবার অনেকেই আছেন, সমস্ত খারাপ লাগা গুলোকে ঝেড়ে ফেলে, নতুন ভাবে নতুন বছর শুরু করতে চান।