ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মণিপুরের ঘটনার পুনরাবৃত্তি কি এবার উত্তর-পূর্ব ভারতের আরও একটি রাজ্যে ? ক্রমশ উত্তপ্ত হচ্ছে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) পরিস্থিতি। ধর্মান্তরণ বিরোধী ৪৬ বছরের পুরনো আইন নিয়ে খ্রিস্টান ও হিন্দু জনজাতি সংগঠনগুলির মধ্যে স্পষ্ট হচ্ছে দ্বন্দ্বের ছবি।
ধর্মান্তরণ প্রতিরোধ আইন (Arunachal Pradesh)
অরুণাচলে (Arunachal Pradesh) ধর্মান্তরণ প্রতিরোধ আইন (Anti-Conversion Law) ১৯৭৮ সালে পাস হয়েছিল। কিন্তু সেই সময় থেকে কোনও সরকারই এই আইনের জন্য প্রয়োজনীয় বিধি তৈরি করেনি। আরএসএসের (RSS) জনজাতি সংগঠন ‘বনবাসী কল্যাণ আশ্রম’ দীর্ঘদিন ধরেই এই আইন কার্যকর করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। সংগঠনের দাবি, যদি ধর্মান্তরণ প্রতিরোধ আইন কার্যকর হয়, তাহলে আদিবাসীদের ধর্মান্তরণ রোধ করা সম্ভব হবে।
ছয় মাসের মধ্যে আইনের বিধি প্রণয়নের নির্দেশ (Arunachal Pradesh)
বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর ৯ বছরেরও বেশি সময় অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) শাসন করছে। তবে বিজেপি সরকারের অধীনে থাকা সত্ত্বেও এই আইন এখনও কার্যকর হয়নি। ২০১৬ সাল থেকে পেমা খাণ্ডু (Pema Khandu) সরকারের অধীনে রাজ্য শাসিত হলেও, আইনের বিধি প্রণয়ন হয়নি। তবে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর গুয়াহাটি হাই কোর্টের ইটানগর বেঞ্চ রাজ্য সরকারকে ছয় মাসের মধ্যে ওই আইনের বিধি প্রণয়ন করার নির্দেশ দিয়েছে, যার ফলে সরকারের ওপর চাপ বাড়ছে।
আরও পড়ুন : Bhupesh Baghel: ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা ইডি’র, উদ্ধার ৩৩ লক্ষ
আদালতের রায়ে বিক্ষোভের ঝড়
আদালতের রায়ের পর অরুণাচলের খ্রিস্টানদের সংগঠন, অরুণাচল খ্রিস্টান ফোরাম, ইটানগরে একটানা বিক্ষোভ করেছে। সংগঠনের সভাপতি, তারাহ মিরি, দাবি করেছেন যে দুই লাখের বেশি সংখ্যালঘু জনগণ এই আইনের বিরোধিতা করে সড়কে নেমেছে। তাঁদের আশঙ্কা, যদি এই আইন কার্যকর হয়, তাহলে খ্রিস্টানদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। অপরদিকে, আরএসএসের সংগঠন ‘বনবাসী কল্যাণ আশ্রম’ আইনের প্রয়োগের পক্ষে জোরাল দাবি জানিয়ে আন্দোলনে নামছে। তারা বিজেপি সরকারের ওপর চাপ তৈরি করতে চাইছে যাতে দ্রুত এই আইন কার্যকর হয়।
আরও পড়ুন : Uttarpradesh BJP Leader: পেটে বিষাক্ত ইনজেকশন দিয়ে বিজেপি নেতাকে খুন উত্তরপ্রদেশে
আইন কার্যকরের দাবিতে পথে আরএসএসের শাখা
আরএসএসের সহযোগী সংগঠন বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে এমন ঘটনা প্রায় বেনজির। মঙ্গলবার কলকাতায় ‘বনবাসী কল্যাণ আশ্রম’ সংগঠনের সর্বভারতীয় স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সংগঠনের সর্বভারতীয় সভাপতি সত্যেন্দ্র সিংহ এবং সহ-সভাপতি তেচি গুবিন আন্দোলনের কথা ঘোষণা করেন। গুবিন, নিজেও অরুণাচলের জনজাতি নেতা। তিনি বলেন, ‘‘ধর্মান্তরণ প্রতিরোধ আইন অরুণাচলে অবিলম্বে কার্যকর করতে হবে।’’ যদিও সরকার, পরিস্থিতির অশান্তি এড়াতে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে পেমা খাণ্ডু আশ্বস্ত করেছেন যে এই আইন অবিলম্বে কার্যকর হবে।