ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার ছত্তীশগঢ় বিধানসভার ২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়ে রাষ্ট্রপতি (Droupadi Murmu) দ্রৌপদী মুর্মু বলেন, ওই রাজ্যে শীঘ্রই নকশাল চরমপন্থা থেকে মুক্তি পাবে। তিনি আরও বলেছেন, উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ এখন চুড়ান্ত এবং নির্ণায়ক পর্যায়ে ইতিহাসের একটা সোনালি অধ্যায় রচিত হতে চলেছে। সমগ্র ছত্তীশগঢ়ে মাওবাদী দমন অভিযান চুড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে বার্তা দিয়েছেন তিনি।
দেশকে ‘মাওবাদীমুক্ত’ করার বার্তা (Droupadi Murmu)
২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে ‘মাওবাদীমুক্ত’ করার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরের গোড়া থেকে ছত্তীসগঢ় এবং তার পড়শি মহারাষ্ট্র, তেলঙ্গানা, ওড়িশায় মাওবাদী দমনে ধারাবাহিক অভিযান শুরু করেছে যৌথবাহিনী। সোমবার ছত্তীসগঢ় বিধানসভার ২৫তম বর্ষপূর্তি কর্মসূচির ভাষণে দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) বলেন, ‘‘এই রাজ্য শীঘ্রই নকশাল চরমপন্থা থেকে মুক্তি পাবে।’’
ইতিহাসের একটি সোনালি অধ্যায় (Droupadi Murmu)
রাষ্ট্রপতি দ্রৌপদী জানিয়েছেন, সে রাজ্যের মাওবাদী উপদ্রুত এলাকাগুলির গ্রামবাসীদের ‘উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ এখন চূড়ান্ত এবং নির্ণায়ক পর্যায়ে’। তিনি বলেন, ‘‘ইতিহাসের একটি সোনালি অধ্যায় রচিত হতে চলেছে। আমরা জানি, ছত্তীসগঢ়ে নকশাল চরমপন্থী উপদ্রুত এলাকার মানুষ এখন মূলস্রোতে শামিল হতে উদ্গ্রীব।’’
আরও পড়ুন: Bullet Train Accident: বুলেট ট্রেনের উপর ভেঙে পড়ল ভারী ক্রেন, ব্যহত ট্রেন পরিষেবা
মাওবাদী হামলা কমেছে ৫৩ শতাংশ
ছত্তীশগঢ় সরকার তথ্য পরিসংখ্যান তুলে দাবি করেছে, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত মাওবাদী হামলা কমেছে ৫৩ শতাংশ মাওবাদীদের হাতে নিরাপত্তাকর্মীদের মৃত্যু ৭৩ শতাংশ এবং সাধারণ মানুষের মৃত্যু ৭০ শতাংশ কমেছে।