To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Aditi Singha
Contents
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজকের দিনে মাথাব্যথা (Antibiotic Resistancer), শরীর ব্যথা, জ্বর, বা সামান্য অস্বস্তি হলেই অনেকেই তৎক্ষণাৎ প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খেয়ে নেন। অফিসে কাজের চাপ, সংসারের দায়িত্ব, কিংবা ছুটি না পাওয়ার মতো বাস্তব সমস্যাই মানুষকে এমন অভ্যাসে ঠেলে দেয়। এর পাশাপাশি অনেকে আবার সামান্য সংক্রমণ হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই সরাসরি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন। কেউ কেউ তো আবার একসঙ্গে অ্যান্টিবায়োটিক ও পেনকিলার খেয়েও ফেলেন।

গবেষণার ফলাফল (Antibiotic Resistancer)
- সাউথ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি বড় গবেষণা চালিয়ে দেখেছেন:
- আইবুপ্রোফেন ও প্যারাসিটামল একসঙ্গে খেলে অ্যান্টিবায়োটিক, বিশেষ করে সিপ্রোফ্লক্সাসিন, ই. কোলাই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারিতা হারিয়ে ফেলে।
- একসঙ্গে পেনকিলার ও অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে ব্যাকটেরিয়া খুব দ্রুত মিউটেশন ঘটিয়ে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে ওঠে।
- এই অবস্থা তৈরি হলে প্রচলিত অ্যান্টিবায়োটিক আর কাজ করে না।
- এই তথ্য প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল NPJ Antimicrobials and Resistance-এ।
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistancer)
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সতর্ক করছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এখন বিশ্বজুড়ে অন্যতম জনস্বাস্থ্য সংকট।
- ২০১৯ সালের ডেটা বলছে, ১.২৭ মিলিয়ন মানুষের মৃত্যু সরাসরি হয়েছিল ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের কারণে।
- অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে, সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক আর কোনও কাজই করে না। ফলে চিকিৎসা হয়ে ওঠে দুরূহ।
- অনেক সময় রোগীর জন্য আরও দামী, পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত, এবং দীর্ঘমেয়াদি ওষুধ প্রয়োগ করতে হয়।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারা? (Antibiotic Resistancer)
- যাঁরা বারবার চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে ফেলেন।
- যাঁরা একই সঙ্গে একাধিক ওষুধ (বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে) নেন।
- যাঁরা পেনকিলারকে সামান্য ব্যথার জন্য অতিরিক্ত ব্যবহার করেন।
- শিশুদের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বেড়ে ওঠা সমস্যা।
কেন বিপজ্জনক এই অবস্থা? (Antibiotic Resistancer)
- ভবিষ্যতে অনেক সাধারণ সংক্রমণ যেমন মূত্রনালীর ইনফেকশন, নিউমোনিয়া, বা চর্মরোগের মতো অসুখ নিরাময় করা কঠিন হয়ে পড়বে।
- অস্ত্রোপচার বা ক্যানসারের মতো গুরুতর চিকিৎসার সময় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে গেলে রোগীর জীবন বিপন্ন হতে পারে।
- চিকিৎসার খরচ বাড়বে, সময় লাগবে বেশি, আর ঝুঁকি থাকবে জীবনহানির।
কী করণীয়? (Antibiotic Resistancer)
- চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও অ্যান্টিবায়োটিক খাবেন না।
- অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পূর্ণ করুন। মাঝপথে বন্ধ করলে ব্যাকটেরিয়া আরও দ্রুত রেজিস্ট্যান্স তৈরি করে।
- সামান্য ব্যথা বা জ্বর হলে নিজে থেকে একসঙ্গে প্যারাসিটামল, আইবুপ্রোফেন, অ্যান্টিবায়োটিক খাওয়ার অভ্যাস বন্ধ করুন।
- যদি একসঙ্গে একাধিক ওষুধ খেতে হয় (বিশেষত বয়স্কদের ক্ষেত্রে), অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।