Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গরম পড়তে না পড়তেই পিঁপড়েদের আনাগোনা শুরু(Kitchen Hacks)। পিঁপড়ের জ্বালায় অতিষ্ট হয়ে ওঠে জীবন। কোথাও কোনও খাবার রাখাটাই দায় হয়ে ওঠে। তার উপর আবার এই মাঝে মাঝে বৃষ্টিতে তো পিঁপড়েদের বাড়বাড়ন্তের শেষ নেই। মিষ্টি খাবারের প্রতি তাদের অদম্য আকর্ষণ আমাদের জীবন অতিষ্ঠ করে তোলে। বিশেষ করে যতই যাই করে চিনির কৌটো রাখুন না কেন, পিঁপরে বাবাজীরা ঠিক যেন ভেতরে ঢুকে পড়েন। এই সমস্যায় অনেকেই নাজেহাল হন। কী করে এই সমস্যা থেকে মুক্তি পাবেন জানেন। চিন্তা নেই পিঁপড়ে তাড়াতে কামান দাগতে হবে না। বরং আপনার রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি জিনিস ব্যবহার করেই হবে কেল্লাফতে। রইল এই টিপস।
সঠিক পাত্র নির্বাচন(Kitchen Hacks)
চিনি সংরক্ষণের জন্য একটি উপযুক্ত পাত্র নির্বাচন করা প্রথম এবং প্রধান কাজ(Kitchen Hacks)। স্টিল বা কাঁচের বায়ুনিরোধক পাত্র চিনি রাখার জন্য সেরা। পাত্রের ঢাকনা ভালোভাবে বন্ধ আছে কিনা, তা নিশ্চিত করুন। বায়ুনিরোধক পাত্র ব্যবহার করলে বৃষ্টিতেও চিনিতে জল ঢোকার সম্ভাবনা কমে যায় এবং পিঁপড়েও সহজে প্রবেশ করতে পারে না।

লবঙ্গ(Kitchen Hacks)
যদি ঢাকনা শক্ত থাকা সত্ত্বেও পিঁপড়ে পাত্রে(Kitchen Hacks)ঢুকে পড়ে, তাহলে তা প্রতিরোধ করার জন্য চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখতে পারেন। লবঙ্গের গন্ধের কারণে পিঁপড়ে দূরে থাকবে।

আরও পড়ুন: Household Tips: মাস শেষে পকেট খালি? রইল টাকা বাঁচানোর ঘরোয়া মাস্টারপ্ল্যান
তেজপাতা
তেজপাতার একটি শক্তিশালী সুগন্ধ আছে যা পিঁপড়েদের অপছন্দ। তাই চিনির পাত্রের মধ্যে কয়েকটি তেজপাতা রেখে দিন। এর গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধারেকাছেও ঘেঁষবে না।

রসুন
রসুনের কয়েকটি কোয়া খোসা ছাড়িয়ে চিনির ক্যানের কাছে রাখুন। এতে পিঁপড়ে আসতে পারবে না। এছাড়াও, আপনি রসুন গুঁড়ো করে জলে ফুটিয়ে নিতে পারেন। এই জল ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে চিনির বাক্সের বাইরের দিকে স্প্রে করে দিতে পারেন। রসুনের গন্ধ পিঁপড়কে দূরে রাখে।
আরও পড়ুন: Sleeping with Wet Hair: রাতে ভেজা চুলে ঘুমোনোর অভ্যাস? এখনই ত্যাগ করুন, নইলে বাড়তে পারে বিপদ
ভিনেগার
একটি কাপড়ে সামান্য ভিনেগার ছিটিয়ে চিনির পাত্রের নিচে রেখে দিন। পিঁপড়ে ভিনেগারের তীব্র গন্ধ সহ্য করতে পারে না। এর ফলে পিঁপড়েরা চিনির কৌটো থেকে দূরে থাকবে।