Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবি গায়ক ও নায়ক দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) কড়া সমালোচনার মুখে পড়ছেন বারবার। ‘সর্দারজি ৩’ ছবিতে পাক অভিনেত্রীকে নিয়ে কাজ করায় শুরু হয় সমালোচনা। এবার দিলজিৎ এর বিপক্ষে মুখ খুললেন অনুপম খের (Anupam Kher)। কী বললেন তিনি? কেন বললেন তিনি?
সমর্থন না করা (Anupam Kher)
ভারতীয় সিনেমায় একজন অভিজ্ঞ অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর পরিচালিত ছবি ‘তনভি: দ্যা গ্রেট’ ১৮ জুলাই মুক্তি পাবে। দিলজিৎকে সমর্থন করতে পারলেন না অনুপম খের। আর, কী করে করবেন? যেখানে সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রি দিলজিতের বিপক্ষে। কারণ ভারত পাক বৈরি সম্পর্কে দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদান বন্ধ। সেখানে দিলজিত তাঁর ‘সর্দারজি ৩’ ছবিতে পাক অভিনেত্রী হানিয়া আমিরকে দিয়ে কাজ করিয়েছেন। ফলে সাধারণ নাগরিকও মেনে নিতে পারেননি তাঁর এই কাজকে।
কী মত অভিনেতার? (Anupam Kher)
অনুপম খেরকেও (Anupam Kher) তাঁর বিপক্ষে সুর চড়াতে শোনা গেল। অনুপম খের কথায়, যে তাঁর বাবাকে চড় মেরেছে, সে যতই ভালো গান করুক কিংবা তবলা বাজাক, তাঁকে সে বাড়িতে ঢুকতে দিতে পারবে না। সে অত ভালো মানুষ নয় যে, তাঁকে বাড়িতে পারফর্ম করার জন্য ঢুকতে দেবে। সে ঘুরিয়ে মারেনি বলে এই নয় যে, তাঁকে মাথায় করে রাখতে হবে। তিনি আরও মনে করেন, তাঁর বাড়ির লোককে মার খেতে বা তাঁর বোনেদের সিঁদুর মুছে যেতে দেখতে তিনি কখনোই পারবেন না।’
আরও পড়ুন: Sourav Ganguly: পিছিয়ে গেল দাদার বায়োপিক! ভয় পাচ্ছেন রাজকুমার রাও?
পছন্দ না করা
আসলে এমন ঘটনা আগেও ঘটেছে অর্থাৎ ভারত পাকিস্তান সম্পর্ক যে খুব ভালো তেমনটা মনে হয় নয়। কারণ ২০১৬ সালে উরি সন্ত্রাসী হামলার পর ভারতের চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেতাদের নিষিদ্ধ ছিল। ২০২৪ সালে সেই ব্যবস্থা একটু হলেও শিথিল হয়। ২০২৫ সালে আবারও ঘটে পহেলগাঁও ঘটনা। শুধুমাত্র তাই না,পাক অভিনেত্রী হানিয়া আমিরকে নিন্দা করতে শোনা গিয়েছিল ভারতকে নিয়ে। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটির ওপর ভারত আকাশ হামলা করলে, অভিনেত্রী কড়া নিন্দা করেছিলেন ভারতকে। তাই পাক অভিনেত্রীকে নিয়ে দিলজিৎ এর কাজ করাকে পছন্দ করেননি সাধারণ নাগরিক থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি।
আরও পড়ুন: Dev-Idhika: ইধিকাকে ছাড়ছেন না দেব! ‘প্রজাপতি ২’ তে আবারও খাদান জুটি
কাজ প্রায় বন্ধ
অন্যদিকে দিলজিতকে নিয়ে কাজ করতে রাজি নন কেউই। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ‘বর্ডার ২’ ছবি নিয়ে। আসলে দিলজিতের ওপরে নিষেধাজ্ঞার জারি হওয়ার পর ‘বর্ডার ২’ ছবি কিভাবে সম্পূর্ণ হবে তা নিয়ে চিন্তায় পড়েছিলেন ছবির প্রযোজক ভুষন কুমার। তবে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের সদস্যরা শুধুমাত্র ‘বর্ডার ২’ ছবির জন্য দিলজিতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।