ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাক উত্তেজনার আবহে উত্তপ্ত গোটা দেশ (Anupam Kher)। সমাজ মাধ্যমে (Social Media) নানা রকম পোস্ট চোখে পড়ছে। একদিকে অনেকেই চাইছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যেন হার না মানে। সন্ত্রাসের আঁতুড় ঘর পাকিস্তানকে উচিত যোগ্য জবাব দেওয়া। এসবের মাঝে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে (Vikram Misri) আক্রমণের শিকার হতে হয়। নেটপাড়া থেকে ধেয়ে আসে নানান কটুক্তি। আসলে পাকিস্তানকে যোগ্য জবাব না দিয়ে সংঘর্ষ বিরতি ঘোষণা করায় বিদেশ সচিবকে ‘প্রতারক’, ‘বেইমান’ এমন কটুক্তির শিকার হতে হয়। এসবের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন অনুপম খের (Anupam Kher)।
বিক্রম মিশ্রির পাশে অনুপম (Anupam Kher)
এমন পরিস্থিতিতে বিক্রম মিশ্রির পাশে দাঁড়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তিনি বলেন, “প্রিয় বিক্রম মিশ্রি, টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ার আপনাকে দেখে আমাদের ভারতীয়দের উপর খুবই শান্ত প্রভাব পড়েছে। আপনার দেওয়া বক্তৃতা আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি পরিচয় দেয়। এটাই বুঝিয়ে দেয় আপনার আসল পরিচয়। শান্ত, সংযত এবং সহানুভূতিশীল আচরণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন ইস্পাতসম মানুষই আদতে বাইরে থেকে এতটা শক্ত হতে পারেন। জয় হিন্দ।” শুধুমাত্র বিক্রম মিশ্রি নন, তাঁর কন্যাকেও নানা ভাবে অসুবিধার মধ্যে ফেলার চেষ্টা করেন অনেকে।
সংঘর্ষ বিরতিতে ক্ষোভ প্রকাশ (Anupam Kher)
১০ মে ভারত-পাক সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। এই প্রস্তাব পাকিস্তানই এনেছিল। কিন্তু কয়েক ঘন্টা না যেতেই নানা জায়গায় হামলা চালাতে থাকে ভারতের ওপর। আর এমন পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি ঘোষণা করায়, অনেকের মনে ক্ষোভ সৃষ্টি হয়।
আরও পড়ুন: Aamir Khan: ভারত-পাক সংঘাতে মুখ খুললেন আমির খান! কেন মন ভাঙল অনুরাগীদের?
স্বপ্ন সত্যি করার অঙ্গীকার
অভিনেতা অনুপম খের এ বিষয়ে বিদেশ সচিবের পক্ষ নিয়েছেন। তিনি বলেন, “এই দেশ সব দিয়েছে। অবশ্যই আমরা কঠোর পরিশ্রম করি। কিন্তু এই ভূমি আমাদের স্বপ্নকে সম্ভব করে তোলে। তাঁর জীবনের সমস্ত সাফল্যের জন্য কৃতজ্ঞ এবং এটি কেবলমাত্র সম্ভব হয়েছে তাঁর এই দেশে জন্মগ্রহণের কারণে।” তিনি আরও বলেন,”আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার দেশের চেয়ে ৮ বছরের ছোট। ভারত ১৯৪৭ সালে ১৫ আগস্ট স্বাধীন হয় আর আমার জন্ম ১৯৫৫ সালে ৭ মার্চ। একসঙ্গে বড় হয়েছি, ভাই বোনের মতো।”
আরও পড়ুন: Rajnandini Pal: ধারাবাহিকে ফিরতেই গর্জে উঠলেন রাজনন্দিনী! এ কী হল অভিনেত্রীর সাথে?
দেশের পাশে থাকার বার্তা
ভারত-পাক উত্তেজনার আবহে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদুনিয়ার তারকারাও কিন্তু চুপ নেই। তারাও চাইছে পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়া দরকার। বলিউড, টলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ভারতের সমস্ত আঞ্চলিক ইন্ডাস্ট্রি ভারত সেনার পাশে রয়েছে। সর্বোপরি তারা দেশের পাশে রয়েছে। এমনটাই বার্তা দিয়েছেন বহু তারকা। অভিনেতা অনুপম খের (Anupam kher)সব সময়ের জন্যই দেশের পাশে থেকেছেন । সমাজ মাধ্যমে তাঁর নানা রকম পোস্ট দেখে, সেটা বলাই বাহুল্য।