আসছে মহাপর্ব’: অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) মহাপর্ব। মিল হয়েও যেন মিলন হল না। কবে দূরত্ব মিটবে দীপা (Dipa) আর সূর্যের (Surjo)মধ্যে? আবারো নতুন করে তাদের সম্পর্কে সমস্যা শুরু। এবার ভরা পার্টিতে(Party ) দীপাকে অপমান করবে সূর্য। আগামী পর্বে সেটাই দেখতে চলেছেন। তাও আবার এই পার্টি চারু (Charu) আর সূর্যের এনগেজমেন্ট উপলক্ষে আয়োজন করবে চারু। তাহলে কি সূর্য দীপার জীবনে বড় ঝড় আসতে চলেছে? ওলট-পালট হয়ে যেতে চলেছে সবকিছু। সূর্য কি সব ভুলে চারুর সঙ্গে নতুন করে সংসার শুরু করবে?
এনগেজমেন্ট পার্টিতে অপমানিত দীপা
সূর্য আর চারুর এনগেজমেন্ট। পার্টির পুরো প্ল্যানিং অলির। তার কথাতেই সবকিছু হচ্ছে। সে তার নিজের মাকে অর্থাৎ দীপাকে একেবারেই পছন্দ করছে না। চারুকে নিজের মা বলে মনে করছে। আর সেই এনগেজমেন্ট পার্টিতে খাবার ডেলিভারি করতে যাবে দীপা। সেখানে তাকে চরম অপমান করবে সূর্য। তবে এটা ঠিক। সূর্যের চারুকে বিয়ে করার একেবারেই ইচ্ছা নেই। বরং সে মনে মনে দীপাকেই ভালোবাসে। কিন্তু চারু অসুস্থ। তাই কোথাও গিয়ে বাধ্য হয়ে অলির কথা শুনে এই এনগেজমেন্টে সূর্য রাজি হয়েছে।
ব্যতিক্রম ধারাবাহিক
দীপার জীবনে যেন একের পর এক ঝড়। দুঃখের শেষ নেই। যেখানে এখন ট্রেন্ড উঠেছে, এক একটি ধারাবাহিক তিন থেকে চার মাসের বেশি চলে না। খুব কম ধারাবাহিক এক বছরের বেশি টিকছে। সাম্প্রতিক সময়ে এই ঘরানার মধ্যে একেবারে ব্যতিক্রম নজির গড়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। এমনকি এই ধারাবাহিক জনপ্রিয়তার কারণে হিন্দিতেও এই গল্পের আদলে নতুন ধারাবাহিক শুরু হয়েছে । একটা সময় অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সবসময় টিআরপি তালিকার একদম প্রথমে থাকত। এখন টিআরপি খুব একটা বেশি না থাকলেও, জনপ্রিয়তা কিন্তু কমেনি। আগের মতই দর্শক ধরে রেখেছে এই ধারাবাহিক।
আরও পড়ুন: Tentulpataa Serial Update: ছোট পর্দায় ফিরছেন রোশনি, ‘তেঁতুলপাতা’য় নায়িকার মুখ বদল!
মেয়েদের মনে ঘৃণার পর্দা কবে উঠবে?
দীপা আর সূর্য কবে শান্তিতে সুখে সংসার করবে? এই প্রশ্ন সব সময় অনুরাগীদের মনে। এখন গল্পে নতুন টুইস্ট এসেছে। দীপা সূর্যের দুই মেয়ে সোনা রুপা অর্থাৎ জয়ী আর অলিকে কেন্দ্র করে। তারা এখন অনেকটাই বড় হয়েছে। দুই মেয়েকে কাছে পেয়েও যেন কাছে পাচ্ছে না দীপা আর সূর্য। জয়ীর মনে রয়েছে বাবার প্রতি ঘৃণা। আর অলির মনে রয়েছে মায়ের প্রতি ঘৃণা। এই ঘৃণার পর্দার যখন সরবে, তখনই আবার এক হতে পারবে সূর্য-দীপা। দুই মেয়েকে নিয়ে একসাথে সুখে সংসার করতে পারবে। আগামী পর্বগুলোতে ধামাকাদার ঘটনা ঘটতে চলেছে। চারু আর সূর্যের এনগেজমেন্ট পার্টিকে কেন্দ্র করে। যদি সত্যি এনগেজমেন্ট হয়ে যায়, আর চারুর সঙ্গে সূর্যের বিয়ে হয়ে, তাহলে গল্পের মোড় অন্যদিকে ঘুরবে। দীপা আর সূর্যের জীবন তখন বইবে আলাদা খাতে।