ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এখন যে রিয়্যালিটি শো গুলো হচ্ছে, সেখানে স্বচ্ছতার একটু অভাব রয়েছে (Anwesha Dattagupta)। যা দেখে কষ্ট পান অন্বেষা দত্তগুপ্ত (Anwesha Dattagupta) । অন্বেষা তাঁর ক্যারিয়ারের সফর শুরু করেছিলেন রিয়্যালিটি শো দিয়ে। তারপর একাধিক ভাষায় এখন গান গাইছেন। নিজের পরিচিতি তৈরি করেছেন, সংগীত পরিচালক হিসেবে। এবার তাঁকে দেখা গেল অভিনেত্রী হিসেবে। অন্বেষা তাঁর অভিনয়ের যাত্রা শুরু করলেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়ের হিন্দি ছবি ‘হামসাজ দ্য মিউজিক’ এ। এখন চুটিয়ে কাজ করছেন মুম্বাই সহ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতাকে কতটা মিস করেন অন্বেষা? দক্ষিণী ইন্ডাস্ট্রির কোন বিষয়গুলো তাঁর সবথেকে বেশি ভালো লাগে? অনেক না জানা কথা শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
প্রশিক্ষিত অভিনেত্রী নন (Anwesha Dattagupta)
অন্বেষা (Anwesha Dattagupta) অভিনয় প্রসঙ্গে বলেন, এই ছবিটা করার জন্য তিনি কোনও অ্যাক্টিং স্কুলে যাননি। তিনি প্রশিক্ষিত অভিনেত্রী নন। তবে তিনি বড় বড় অভিনেতা থেকে শুরু করে যারা এখন নতুন ওটিটিতে কাজ করছেন, তাদের অভিনয়ও দেখেন। মনে করেন, সবার থেকেই শেখার আছে।
কলকাতার প্রতি নাড়ির টান (Anwesha Dattagupta)
অন্বেষা (Anwesha Dattagupta) বলিউডেও চুটিয়ে কাজ করছেন। মুম্বাইতে থাকাকালীন কলকাতার কোন কোন জিনিস মিস করেন অন্বেষা? আসলে মুম্বাইতে তিনি যখন কাজের মধ্যে থাকেন, ভীষণ ব্যস্ততার মধ্যে থাকেন। অন্বেষার কোনও ‘পার্টি লাইফ’ নেই। তাঁর কথায়, “কলকাতা আমার নিজের শহর। কলকাতা আমার বেড়ে ওঠার শহর। কলকাতা শহরের আলাদা একটা আমেজ রয়েছে। মুম্বাইতে কাজের পর, আমি কলকাতায় ফেরার জন্য অপেক্ষা করি”। সাউথে সব থেকে বেশি যে বিষয়টা উপভোগ করেছেন, সেটা হলো ওখানে সবাই সময় মেনে কাজ করেন। বড় বড় তারকারাও কাজের জগতে ভীষণ সাধারণ ভাবেই থাকেন। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হল কাজ।
আরও পড়ুন: Phulki Upcoming Episode: শালিনীর দিন শেষ, দৃষ্টিশক্তি হারিয়েও বক্সিং রিংয়ে দুর্ধর্ষ ফুলকি
অন্বেষা এখনও ছোট!
এখনও অন্বেষাকে অনেকে সেই ছোট অন্বেষাই ভাবে। অন্বেষার কিন্তু এই ধারণাটা বেশ ভালো লাগে। তাঁর মতে, “আমরা আমাদের বাবা-মায়ের কাছে এখনও ছোটই। আমি যেহেতু আমার ক্যারিয়ারটা একদম ছোট্ট বয়সে শুরু করেছি, মাত্র ১২-১৩ বছর বয়স থেকে প্লে ব্যাক করছি। সেই সময় যারা আমাকে ওই বয়সটাতে দেখেছে, তার আর ওই ব্যাপারটা থেকে বেরোয়নি”।
আরও পড়ুন: Raghu Dakat: দেব ‘ডাকাত’, আর ইধিকা তাঁর পার্টনার! টলিউডের আড়ালে কী চলছে?
রিয়্যালিটি শো নিয়ে অন্বেষার বক্তব্য
বিচারকের আসনে বসার প্রস্তাব পেয়েও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অন্বেষা। বলেন “একবার বিচারক হওয়ার অফার পেয়েছিলাম। কিন্তু সেটা ওরকম পার্মানেন্ট ছিল না। আমি আমার একটা অ্যালবাম প্রমোট করতে গেছিলাম, তখন আমার বয়স অনেক কম। তখন বড়দের সিজন চলছিল। আমাকে ওরা বিচারকের টেবিলে বসাতে চেয়েছিল। কিন্তু আমি বারণ করেছি। কারণ ওখানে অনেক প্রতিযোগী আমার থেকে বয়সে বড় ছিল। আমি আসলে ওদের গানে কমেন্ট করতে চাইনি। প্রফেশনালি আমি সিনিয়র কিন্তু সেটা আমি চাইনি বলে মানা করেছিলাম। তারপর থেকে বিচারক হওয়ার অফার সেভাবে আসেনি। তবে যদি অফার আসে, তাহলে নিশ্চয়ই ভেবে দেখব। এখন যেটা দেখছি , রিয়্যালিটি শোয়ে স্বচ্ছতার একটু অভাব রয়েছে। যেটা দেখে একটু কষ্ট হয়”।