Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইফোন ১৭ লঞ্চ হতেই দাম কোমল আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের (Apple iPhone)। গতকাল অ্যাপেলের ‘Awe Dropping’ ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজের পাশাপাশি লঞ্চ হয়েছে ব্র্যান্ড নিউ আইফোন এয়ার।
দাম কোমল আইফোন ১৬ ও ১৬ প্লাসের (Apple iPhone)
৯ সেপ্টেম্বর অর্থাৎ গতকাল রাতে ছিল অ্যাপেলের ‘Awe Dropping’ ইভেন্টে। আর সেই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭ সিরিজে রয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং ব্র্যান্ড নিউ আইফোন এয়ার লঞ্চ (Apple iPhone)।
আইফোন ১৭ লঞ্চ হওয়ার পরেই দাম কমে গেছে আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের। আইফোন ১৬ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আগে ছিল ৭৯,৯০০ টাকা, যার দাম কমে এখন হয়েছে ৬৯,৯০০ টাকা।

অন্যদিকে, আইফোন ১৬ প্লাস মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেরও দাম কমেছে এর আগে দাম দাম ছিল ৮৯,৯০০ টাকা। আইফোন ১৭ সিরিজ লঞ্চের পর আইফোনের ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম কমেছে। ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ১,০৯,৯০০ টাকা (Apple iPhone)।
আরও পড়ুন: Karisma Kapoor: সৎ মায়ের ষড়যন্ত্র, সম্পত্তি থেকে বঞ্চিত করিশ্মার সন্তানরা!
আইফোন ১৬-র পাশাপাশি আইফোন ১৬ প্লাসের দাম কমেছে অনেকটা। আইফোন ১৬ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম কমে এখন হয়েছে ৭৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্লাস ভারতে লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। তাছাড়া এই ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম কমে হয়েছে ৮৯,৯০০ টাকা। ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ এই দুই মডেলের দাম ছিল যথাক্রমে ৯৯,৯০০ টাকা এবং ১,১৯,৯০০ টাকা।
মঙ্গলবার অ্যাপেলের ‘Awe Dropping’ ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। এই সিরিজের ফোনগুলি পাওয়া যাবে স্টোরে ১৯ সেপ্টেম্বর থেকে। প্রি-অর্ডার শুরু হলেই আগ্রহীরা অ্যাপেল স্টোর ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রি-অর্ডার করতে পারবেন এই সিরিজের ফোন। ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ভারতে আইফোন ১৭ সিরিজের ফোনগুলির প্রি-অর্ডার শুরু হবে বলেই জানা গেছে (Apple iPhone)।