ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যবহারকারীর সম্মতি ছাড়াই তাদের ভয়েস সহকারী সিরি ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করেছে বলে অভিযোগের (Apple to pay users) ভিত্তিতে অ্যাপল মার্কিন যুক্তরাষ্ট্রে ৯৫ মিলিয়ন ডলার (প্রায় ৭৯০ কোটি টাকা) সমঝোতায় সম্মত হয়েছে।
সেটলমেন্টে সম্মত অ্যাপল (Apple to pay users)
মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়েস অ্যাসিস্ট্যান্ট “সিরি”-কে ঘিরে একটি বিতর্কে অবশেষে ৯৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৭৯০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে অ্যাপল (Apple to pay users)। অভিযোগ, ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই সিরি ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করে রেখেছিল। এই মামলা ২০১৯ সালে একটি ক্লাস-অ্যাকশন হিসেবে দায়ের হয়। অভিযোগে বলা হয়, সিরি অনেক সময় ভুল করে নিজে থেকেই চালু হয়ে যেত এবং এমন কথাবার্তা রেকর্ড করত, যা কখনোই শেয়ার করার উদ্দেশ্যে বলা হয়নি। রিপোর্ট অনুযায়ী, রেকর্ড হওয়া অনেক অডিও ক্লিপে ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য ও গোপন আলোচনা ছিল।
অ্যাপলের বক্তব্য ও মীমাংসা (Apple to pay users)
অ্যাপল যদিও কোনও ভুল স্বীকার করেনি, তবুও আদালতে না গিয়ে বিষয়টি নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে (Apple to pay users)। অ্যাপলের দাবি, সিরিকে তৈরি করা হয়েছে ব্যবহারকারীর গোপনীয়তা মাথায় রেখে। তারা কখনোই এই অডিও মার্কেটিং-এর কাজে ব্যবহার করেনি বা কোনও তৃতীয় পক্ষকে বিক্রি করেনি বলে জানিয়েছে ‘দ্য ভার্জ’। এই মীমাংসার অংশ হিসেবে এখন মার্কিন ব্যবহারকারীরা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। একজন ব্যবহারকারী সর্বোচ্চ ১০০ ডলার (প্রায় ৮,৫০০ টাকা) পর্যন্ত পেতে পারেন, সেটা নির্ভর করবে তার কতগুলো ডিভাইস আছে এবং মোট কতজন বৈধভাবে দাবি করেছেন, তার উপর।
আরও পড়ুন: Mobile Security Tips : বাড়ছে সাইবার অপরাধের প্রবণতা, আপনার ফোনকে সুরক্ষিত রাখতে কী করবেন ?
কে পাবে ক্ষতিপূরণ?
যারা ১৭ সেপ্টেম্বর ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে কোনও অ্যাপল ডিভাইসে সিরি ব্যবহার করেছেন, তারা এই ক্ষতিপূরণের যোগ্য হতে পারেন। এই তালিকায় রয়েছে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ, হোমপড, আইপড টাচ এবং অ্যাপল টিভি। তবে শর্ত একটাই – ব্যক্তিগত কথোপকথনের সময় ভুল করে সিরি চালু হয়ে গেলে তবেই এই ক্ষতিপূরণ দাবি করা যাবে। প্রতিটি ডিভাইসের জন্য সর্বোচ্চ ২০ ডলার করে পাওয়া যাবে। একজন সর্বোচ্চ পাঁচটি ডিভাইসের জন্য দাবি জানাতে পারবেন।
আরও পড়ুন: Facebook Hashtags: পোস্টে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন? ব্যবস্থা নিতে বিশেষ নজরদারি মেটার
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
আবেদন করার শেষ তারিখ ২ জুলাই, ২০২৫। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে opezvoiceassistantsettlement.com। যারা এই ক্ষতিপূরণের জন্য যোগ্য, তারা ইতিমধ্যেই “Lopez Voice Assistant Class Action Settlement” শিরোনামে একটি ইমেল পেয়ে গেছেন। তবে কেউ ইমেল না পেলেও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে। এই ঘটনা আবারও ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল, যেখানে একটি বিশ্বখ্যাত টেক কোম্পানিকেও শেষ পর্যন্ত আদালতের বাইরে সমঝোতায় যেতে হল।