ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিখ্যাত সুরকার এ আর রহমানের (AR Rahman) সঙ্গে নাকি পরকীয়ায় জড়িয়েছেন বেসিস্ট মোহিনী দে (Mohini Dey)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) নেটিজেনরা তো এই নিয়ে কাটাছেঁড়া করতে বিন্দুমাত্র ছাড়ছে না। ট্রোল (Troll) করছে মোহিনীর সঙ্গে রহমানের ছবি জুড়ে দিয়ে। নানান কুটু মন্তব্য করছে। যেগুলো সহ্য করতে পারছে না রহমানের পরিবার।
এর আগেও দেখা গিয়েছিল, সুরকারের পুত্র এবং কন্যা এই নিয়ে মুখ খুলে ছিলেন। এবার বিষয়টা বাড়াবাড়ি হতেই, আর চুপ থাকলেন না মোহিনী। পরকীয়ার গুঞ্জনে ঝাঁজালো উত্তর দিলেন। যেটা রটছে তাতে আদৌ বিন্দুমাত্র সত্যতা কি রয়েছে? রহমানের সঙ্গে মোহিনীর নাম জড়িয়ে যে এত কথা, সেটা নিয়ে এবার কী বললেন মোহিনী?
পর পর বিচ্ছেদের ঘোষণা (AR Rahman)
এ আর রহমান (AR Rahman) বিবাহ বিচ্ছেদ ঘোষণা করার, কয়েক ঘন্টা পরে এই তাঁর সহশিল্পী গীটার বাদক মোহিনী দে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। এই দুই বিবাহ বিচ্ছেদকে এক সুতোয় বেঁধে দেন নেটিজেনরা। সবাই বলাবলি করতে থাকে, মোহিনীর কারণেই ঘর ভাঙলো রহমানের। সায়রা বানুর সঙ্গে সুরকারের প্রায় ২৯ বছরের দাম্পত্য। সেই দাম্পত্যের ছেদ পড়ল। যদিও রহমান এবং তাঁর প্রাক্তন স্ত্রী সায়রা বানু বারংবার জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদের কারণ। সেখানে মোহিনীর কোনও প্রসঙ্গই আসেনি। এমনকি তাঁদের আইনজীবীরাও একই কথা বলেছেন। বারংবার পারিবারিক সম্মান সংরক্ষিত রাখার উল্লেখ করেছেন রহমানের ছেলে মেয়েরা। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। উত্তরোত্তর জল্পনা বেড়েই চলেছে।
আরও পড়ুন: Salman Khan Marriage: বিয়ে করছেন সালমান খান! শেষমেষ কি তবে ব্যাচেলর তকমা ঘুচল?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোহিনীর (AR Rahman)
এবার সোশ্যাল মিডিয়ায় মোহিনী একটি ভিডিয়ো পোস্ট করলেন। কড়া উত্তর দিলেন ট্রোলারদের উদ্দেশ্যে। স্পষ্ট জানিয়ে দিলেন, রহমান (AR Rahman) তাঁর কাছে বাবার মতো। ভিডিয়োটি সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সঙ্গে একটা লম্বা ক্যাপশন। মোহিনী লিখেছেন, “খুব অবাক লাগছে। চারিদিকে আমাকে আর রহমানকে নিয়ে যে ধরনের ভুয়ো খবর রটেছে, সংবাদমাধ্যম যেভাবে পুরো বিষয়টাকে নিয়ে কেচ্ছা করছে, তা সত্যি ক্রাইম পর্যায়ে। আমার জীবনে বাবার মত অনেকেই রয়েছেন। যাদের মধ্যে অন্যতম রহমান। আট বছরের বেশি সময় ধরে আমরা একসঙ্গে কাজ করেছি। অকারণে সম্পর্ককে কলঙ্কিত করা হচ্ছে”।
মোহিনীর কেরিয়ার
বঙ্গতনয়া মোহিনী দে-র বয়স প্রায় ২৯ বছর। কলকাতারই মেয়ে। এর আগে অন্তত ৪০ টি শোতে রহমানের সঙ্গে তাঁকে পারফর্ম করতে দেখা গিয়েছে। এও শোনা গিয়েছে, রহমানের খুব পছন্দের শিল্পী মোহিনী। ২০২৩ সালে প্রকাশ করেছেন নিজের অ্যালবাম।
আরও পড়ুন: Husband Shah Rukh: শাহরুখ স্বামী হিসেবে কেমন? নুন ছাড়া রান্না খান
কেন রহমানের বিচ্ছেদ?
অপরদিকে, বিয়ের এত বছর পর হঠাৎ কেন রহমান আর সায়রা বানু বিচ্ছেদের পথে হাঁটলেন, তার কিন্তু সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। রহমান আর সায়রা বানু দু’জনেই একটি যৌথ বিবৃতি শেয়ার করেছেন। তবে সেখানে কোনও তিক্ততার ছোঁয়া ছিল না। স্পষ্ট বলা হয়েছে, আশা ছিল তাঁদের দাম্পত্য ৩০ বছরে পৌঁছাবে। কিন্তু সেটা হল না। নিয়তি যে অন্য ভাবনা ভেবে রেখেছিল তা আগে থাকতে আঁচ করা যায়নি।
মোহিনীর পোস্টে নেই তিক্ততা
অপরদিকে মোহিনীর বিচ্ছেদ সংক্রান্ত পোস্টেও কোনও তিক্ততার ছোঁয়া ছিল না । তিনিও লিখেছিলেন, খুব বেদনা নিয়ে জানাচ্ছেন স্বামী মার্ক এবং তিনি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। দু’জনে আলাদা হলেও খুব ভালো বন্ধু থাকবেন। একসঙ্গে কাজ করবেন। ইতিমধ্যেই অনেকগুলি প্রজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করছেন। সেই কাজ সফল ভাবে শেষ হবে।