ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের (Tollywood) অন্দরে বহুদিন ধরেই চর্চা, চুটিয়ে প্রেম (Aratrika-Arya) করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেতা আর্য দাশগুপ্ত (Arya Dasgupta)। আরাত্রিকার জন্মদিনে আর্যকে দেখা গেলেও, আর্যর জন্মদিনে আরাত্রিকাকে কেন দেখা গেল না? এই নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে নেটপাড়ায়। অনেকে নানান কথা বলছেন। তাহলে কি সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার আগেই ভেঙে গেল? নাকি বন্ধুত্বে কোনও সমস্যা তৈরি হয়েছে? এবছর আর্য কীভাবে তার জন্মদিন সেলিব্রেশন করলেন? জন্মদিনের ২৪ ঘন্টা কীভাবে কাটালেন? এই বিষয়ে ট্রাইব টিভিকে কী বললেন তিনি?
আরাত্রিকার জন্মদিনে আর্য (Aratrika-Arya)
গত বছরের ডিসেম্বরে, ২০ বছরে পা দেন আরাত্রিকা (Aratrika-Arya)। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে মিঠিঝোরা ধারাবাহিকে নায়িকার ভূমিকায়। কেক কেটে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেন। আর সেই আনন্দের শরিক হয়েছিলেন আর্য। জন্মদিনের সকাল থেকে অভিনেত্রী সেটে ছিলেন। কিন্তু বাড়ি ফিরতেই আনন্দে তাঁকে ঘিরে ধরে। সেই দিন আরাত্রিকার বাড়িতে গিয়েছিলেন আর্য।
সম্পর্কে সমস্যা! (Aratrika-Arya)
দু’জনে যে সম্পর্কে আছেন, এই গুঞ্জনে সিলমোহর দেননি। আরত্রিকার কথায়, আর্য তার ভালো বন্ধু (Aratrika-Arya)। একই ভাবে আর্যও বলেছিলেন, আরাত্রিকার সঙ্গে তার থাকতে ভালো লাগে। সময় কাটাতে ভালো লাগে। দু’জনকে পুজোর সময় একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে একসাথে দেখা গেছে। কিন্তু আর্যর জন্মদিনে কেন ছিলেন না আরাত্রিকা? এমনকি আর্যকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী কোনও পোস্টও করেননি।

আরও পড়ুন: Rupam-Bikram: রূপম ইসলামের গান শুনতে বিক্রমের পাগলামি! কলেজে জীবনে কী করতেন?
জন্মদিনে আর্যর সেলিব্রেশন
অভিনেতা আর্যর বক্তব্য, “এ বছর আমি বাবা-মায়ের সাথেই ছিলাম। বাবা মা দিদির কাছে কানাডায় থাকেন। প্রত্যেকবার বাবা-মায়ের সঙ্গে জন্মদিন উদযাপনের সুযোগটা থাকে না। এই বছরটা বাবা-মায়ের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেছি। সকাল থেকে সারাদিন বাবা মায়ের সঙ্গে ছিলাম। এছাড়াও সাথে ছিল দু একজন বন্ধু। বন্ধুদের সাথে রাত্রে ডিনার করতে গিয়েছিলাম।”
আরও পড়ুন: TRP List: টিআরপিতে হাড্ডাহাড্ডি লড়াই, ঘটল বড় রদবদল! কে হল সেরা?
কেন ছিলেন না আরাত্রিকা?
প্রিয় বন্ধুর জন্মদিনের পার্টিতে আর্যকে দেখা গিয়েছিল। কিন্তু আর্যর জন্মদিনে দেখা যায়নি আরাত্রিকাকে। আর এটা নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে অভিনেতা বলেন, “এটা প্রশ্ন হিসেবেই থাক। তাছাড়া আরাত্রিকা যে ইচ্ছা করে উপস্থিত ছিলেন না, এমনটা নয়। আসলে হয়ে ওঠেনি।” আর্য এই দিন প্রিয় বন্ধুর থেকে কী উপহার পেলেন? এ বিষয়েও কিন্তু আর্য একেবারে কিছু বলতে চাইলেন না। বললেন, ” থাক। তবে ভালো উপহার পেয়েছি।”