ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোটো পর্দার রাই অর্থাৎ আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবার বড় পর্দায়। কাজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছবিতে। দর্শক তাঁকে ‘মিঠিঝোরা’ র (Mithijhora) রাই (Rai) হিসেবে ভালো চেনে। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার তিনি পা দিতে চলেছে বড় পর্দায়। কোন চরিত্রে দেখতে পাওয়া যাবে আরাত্রিকাকে? অভিনেত্রীর বিপরীতে কে থাকবেন?
নতুন রূপে আরাত্রিকা (Aratrika Maity)
সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে (Aratrika Maity)। যদিও প্রযোজনার সংস্থার তরফে এ বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। এখনও সঠিক ভাবে বলা যাচ্ছে না , তিনি সৃজিতের ছবিতে কাজ করবেন কিনা।
নতুন প্রস্তাব আরাত্রিকার কাছে (Aratrika Maity)
জুন মাসে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। এখানে গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্য দেবের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে (Dibyojyoti Dutta)। বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দর্শনা বণিকের অভিনয় করার কথা। কিন্তু জুন মাসে দর্শনা বণিকের হিন্দি প্রোজেক্টের শুটিং হওয়ার কথা রয়েছে। তাই লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার জন্য আরাত্রিকা মাইতির (Aratrika Maity) কাছে প্রস্তাব গিয়েছে বলে টলিপাড়ায় এখন জোর চর্চা। তবে প্রযোজনার সংস্থা তরফ থেকে এ বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। আরাত্রিকা সৃজিতের ছবিতে কাজ করবেন কিনা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: Swastika Dutta: রানী ভবানী হচ্ছেন না স্বস্তিকা, ভুয়ো খবরে ফাঁস আসল সত্যি!
অভিনয়ে থাকবেন নামজাদা তারকারা
সৃজিত মুখোপাধ্যায় দোলযাত্রার দিন আগামী ছবি ‘লও গৌরাঙ্গের নাম রে’ ঘোষণা করেন। ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, ব্রাত্য বসুর মতো তারকাদের এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। দিব্যজ্যোতি দত্তও চেহারার পরিবর্তন আনছেন এই ছবিতে। সে কথা তিনি জানিয়েছেন। এই ছবির হাত ধরে, দিব্যজ্যোতি দত্তের বড় পর্দায় অভিষেক হতে চলেছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় নটী বিনোদিনী চরিত্রে এবং ব্রাত্য বসুকে গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শীতের ছুটিতে এই ছবিটি মুক্তি পেতে পারে।
আরও পড়ুন: Aamir Khan: চমকাচ্ছে আমিরের ভাগ্য, হবেন দাদাসাহেব ফালকে! কবে আসছেন পর্দায়?
ইতিমধ্যেই ছোট পর্দায় মন জয়
ছোট পর্দার অভিনয়ে আরাত্রিকা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন। অপরদিকে ‘অনুরাগের ছোঁয়া ‘ধারাবাহিকে সূর্য ওরফে দিব্যজ্যোতিও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তাই পর্দায় একে অপরের বিপরীতে দেখলে, দর্শকরা খুবই খুশি হবেন। আরাত্রিকার অনুরাগীরাও তাঁকে বড় পর্দায় দেখতে ভীষণ উৎসুক। তবে সবশেষে এটা বলা যায় , সবটাই টলিপাড়ার গুঞ্জন। প্রযোজনার তরফ থেকে কিংবা অভিনেত্রী তরফ থেকে কিছু প্রকাশ্যে না আসলে, সঠিক ভাবে জানা যাচ্ছে না আদৌ তিনি সৃজিতের ছবিতে কাজ করবেন কিনা।