Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অরিজিৎ সিংয়ের (Arijit Singh) স্কুটির ব্যাকসিটে তখন বসে রয়েছেন পৃথিবী কাঁপানো সঙ্গীত শিল্পী। তাঁকে স্কুটি চাপিয়ে ঘুরে বেড়ালেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জে (Jiaganj) এসেছিলেন বিশ্ব বিখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরন (Ed Sheeran)। তাও আবার কার আমন্ত্রণে জানেন? ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের আমন্ত্রণে। কারণ অরিজিৎ এড শিরনের ঘনিষ্ঠ বন্ধু।
হঠাৎ এডকে দেখে উচ্ছ্বসিত অরিজিৎ (Arijit Singh)
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বেশ কয়েকটা ছবি থেকে শুরু করে ভিডিও (Arijit Singh)। দেখে তো অনেকেই অবাক। খ্যাতির শীর্ষে থেকেই অরিজিৎ সিং যে কতটা সাধারণ হতে পারেন, তা সবাই জানেন। তারকা হয়েও তাঁর জীবন যাপন মাটির মানুষের মতো। তাই তো তাঁকে প্রকৃত তারকার মর্যাদা দেন, গোটা দেশের মানুষ থেকে শুরু করে বিদেশিরা। এবার তাঁকে দেখা গেল, নৌকা বিহার করতে। তাও আবার ব্রিটিশ পপ তারকার সাথে। আবার কখনও বা রাতে স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তার সফর সঙ্গী ব্রিটিশ পপ গায়ক এড শিরন। সোমবার সকালেই বেঙ্গালুরু থেকে এই শিল্পী পৌঁছে গিয়েছিলেন কলকাতায়। তারপর একদম দেরি করেননি। সরাসরি পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। তাঁর হঠাৎ সফরে বেশ অবাক এবং উচ্ছ্বসিত হয়ে যান শিল্পী অরিজিৎ সিং। নিজের বাড়িতে স্বাগত জানান এড শিরনকে।
রাতের শহর ঘুরে দেখলেন দুই বন্ধু (Arijit Singh)
এই দুই শিল্পীকে পড়ন্ত বিকেলে দেখা গেল, শিবপুর ঘাট থেকে ভাগীরথী নদীতে একসঙ্গে নৌকা বিহার করতে (Arijit Singh)। দুই দেশের দুই সঙ্গীত মহারথী যখন এক সঙ্গে সময় কাটাচ্ছেন, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হল। নজর এড়াল না স্থানীয়দের। রাতের ঠান্ডা আকাশ আর হিমেল হাওয়ার মাঝেই বন্ধুকে নিয়ে স্কুটিতে করে শহর ঘুরে বেড়ালেন অরিজিৎ।
অরিজিৎ-এডের গভীর বন্ধুত্ব
এড শিরনের সঙ্গে অরিজিৎ সিংয়ের যে বেশ ভালই বন্ধুত্ব রয়েছে, তার প্রমাণ গত বছর মিলেছিল। গত বছর লন্ডনে একটি কনসার্টে দুজনে একসঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন। শ্রোতারা দুই শিল্পীর যুগলবন্দী শুনে মুগ্ধ হন। তারপর তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। এবার তাদের বন্ধুত্বের নিদর্শন পাওয়া গেল ভারতের মাটিতেও। বেশ প্রাণোচ্ছল ভাবে দুজন ঘুরলেন রাতের শহরে। অরিজিতের বাড়িতে রাতে খাবারও খেয়েছেন এড শিরন।

একত্রে মিউজিক ভিডিওর শুট
জিয়াগঞ্জ বাংলার এক মফস্বল জনপদ, সন্ধ্যে গড়িয়ে যখন রাতের দিকে এগোচ্ছে , তখন ওই অঞ্চলের রাস্তা দিয়ে প্রায়ই স্কুটি যায়। এটা স্বাভাবিক। এই এলাকায় অরিজিতকে কিন্তু সবাই চেনে। তবে তাঁর পিছনে এড শিরনকে দেখে মুর্শিদাবাদের এই জেলা শহর বড্ড অবাক হয়েছিলে। শোনা যাচ্ছে, ঘুরতে ঘুরতে একটি মিউজিক ভিডিওর শুট করে ফেলেছেন দুই বন্ধু। যা মুক্তি পাবে আগামী দিনে।
আরও পড়ুন: Chhaava: ‘ছাবা’র সাফল্য কামনায় চাই ঈশ্বরের আশীর্বাদ, মন্দিরে মন্দিরে ঘুরছেন ভিকি
এডকে আমন্ত্রণ জানিয়েছিলেন অরিজিৎ
শোনা যায়, অরিজিৎ সিংয়ের ওয়ার্ল্ড ট্যুরের সময় দুজনের বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই সময় অরিজিৎ এড ভারতে এলে জিয়াগঞ্জে তাঁর বাড়িতে আসার আমন্ত্রণ করেন। অরিজিতের সেই ডাকে সাড়া দিয়ে এড পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদে। সাথে ছিল ঘনিষ্ঠ কয়েকজন। অরিজিতের সঙ্গে যখন নৌকায় এড ঘুরছিলেন, তখনও সেই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। জনপ্রিয়তার দিক থেকে অরিজিৎ সিং কিন্তু এডের থেকে একেবারেই কম যান না। যেখানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এডের ফলোয়ারের সংখ্যা প্রায় ২৩ মিলিয়ন, সেখানে অরিজিতের ফলোয়ারের সংখ্যা প্রায় ২৯ মিলিয়ন।