ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক সময় শিল্প ও সংস্কৃতির উজ্জ্বল কেন্দ্রবিন্দু ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Aritra Dutta Banik on Tolylwood) টলিউড। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো কিংবদন্তিরা এই মাটি থেকেই পথ দেখিয়েছিলেন সমগ্র দেশকে।
কঠিন সংকট (Aritra Dutta Banik on Tolylwood)
কিন্তু সেই গৌরবময় ইন্ডাস্ট্রি আজ কঠিন সংকটের মুখে (Aritra Dutta Banik on Tolylwood)। কাজের সংখ্যা কমছে, প্রজেক্ট বাতিল হচ্ছে, বাইরের প্রযোজকরাও আর কলকাতায় আসতে চাইছেন না।
বিশ্বাস ব্রাদার্স (Aritra Dutta Banik on Tolylwood)
শিল্পীদের অভিযোগ, এর পেছনে মূল কারণ (Aritra Dutta Banik on Tolylwood) টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর তৈরী একুশে আইন। আর কেউ প্রতিবাদ করলেই উঠে যাচ্ছে তাদের নাম ‘ব্যান লিস্ট’-এ।”
আরও পড়ুন: Tollywood Industry: নিয়মের বেড়াজালে আটকে টলিউড ! টলিউড ইন্ডাস্ট্রির অবক্ষয়ের নেপথ্যে কারা?
কী বললেন অরিত্র দত্ত বণিক?
টলিউডের প্রখ্যাত অভিনেতা অরিত্র দত্ত বণিক ট্রাইব টিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, “স্বরূপ বিশ্বাস কোনদিনই সিনেমা তৈরীর সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। যারা মাথায় বসে রয়েছেন তাদের মূল এজেন্ডা ভোট টিকিয়ে রাখা। টলিউডের কাজ কমছে। বাইরের ইনভেস্টাররা বাংলায় কাজ করছেন না। বিজ্ঞাপনের শুটিং এর জন্য কলকাতার সেট মুম্বাইতে তৈরি করে মুম্বাইয়ে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে গিয়ে শুটিং করানো হচ্ছে।”
নিয়মের ভয়
তিনি আরও বলেন, “ফেডারেশনের নিয়মের ভয়ের সবাই বাংলাকে এড়িয়ে যাচ্ছে। পেশাগত জায়গায় রাজনীতি ঢুকে পড়েছে। কেউ যদি সিপিএম বা বিজেপির মিছিলে হাঁটেন তারা পরবর্তীতে কাজের ডাক পান না। অদ্ভুতভাবে একটা ক্যানসেল কালচার সৃষ্টি করা হচ্ছে।” অরিত্র দত্ত বণিকের মত- বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রিফর্ম করতে হলে গিল্ড সিস্টেম ঠিক করতে হবে।