Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের (Pahalgam Attack) হ্যাকাররা। ‘টিম ইনসেন পিকে’ নামে ওই হ্যাকার গ্রুপ সেনা নার্সিং কলেজের ওয়েবসাইটটি হ্যাক করেছে বলে জানা যাচ্ছে। পহেলগাঁও কাণ্ডের পরে এই ঘটনাতেও নাম জড়িয়েছে পাকিস্তানের। হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে পাকিস্তানের ওই হ্যাকার গোষ্ঠী— ‘টিম ইনসেন পিকে’।
পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ (Pahalgam Attack)
পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার (Pahalgam Attack)। সিন্ধু জল চুক্তি বাতিলের কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানিদের দেওয়া ভারতীয় ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে। একমাত্র পাকিস্তানি হিন্দুদের যে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। ভারতে থাকা পাকিস্তানিদের এ দেশ ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাল্টা কিছু পদক্ষেপ করেছে পাকিস্তানও।
ঘৃণামূলক বক্তব্য লেখা হয়েছে (Pahalgam Attack)
ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ-সহ একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে পাকিস্তান। এই আবহে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক্ড হওয়ার অভিযোগ উঠল (Pahalgam Attack)। সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়। সেখানে ঘৃণামূলক বক্তব্য লেখা হয়েছে হ্যাকারদের তরফে। সেনা সূত্রে জানা গিয়েছে, যেহেতু, ওই প্রতিষ্ঠান স্বশাসিত।
আগেও সাইবার হানায় টিম ইনসেন পিকে-র নাম
সেই কারণেই তাদেরই ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমকে বিষয়টি জানাতে হবে। কম্পিউটারের নিরাপত্তার দিকটি ওই টিম-ই দেখে। ভারতে এর আগেও সাইবার হানায় টিম ইনসেন পিকে-র নাম উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট ও বিভিন্ন কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার হানার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ২০২৩ সালে ভারতে জি-২০ সম্মেলনের আগে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটকে টার্গেট করেছিল তারা।