ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজধানী দিল্লিতে(Delhi) নিত্যদিনের সমস্যা যানজট। আর এই সমস্যা থেকে রেহাই পেতে একমাত্র নিশ্চিন্তের সফর মেট্রোই। এবার দিল্লি মেট্রোয় পড়ুয়াদের ছাড়ের আর্জি কেজরিয়ালের(Arvind Kejriwal)। পড়ুয়াদের জন্য দিল্লি মেট্রোয় ছাড় দেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন আম আদমি পার্টির(APP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
পড়ুয়াদের মেট্রোয় ছাড় দেওয়ার আর্জি কেজরির(Arvind Kejriwal)
দিল্লি মেট্রোয় পড়ুয়াদের জন্য ছাড় ঘোষণা করুক কেন্দ্র। এমনই দাবি জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। দিল্লির বিধানসভা নির্বাচনে(Delhi Assembly Election 2025) বিজেপি আনুষ্ঠানিক ভাবে ইস্তাহার প্রকাশ করার ঘণ্টা কয়েক আগে কেজরিওয়ালের চিঠির বিষয়টি প্রকাশ্যে আনল আপ। যেখানে তিনি জানান, ‘স্কুল ও কলেজের পড়ুয়াদের জন্য মেট্রো ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দিক কেন্দ্র সরকার।’ দিল্লিতে মহিলারা বিনামূল্যে বাস পরিষেবা পেয়ে থাকেন। এ বার পড়ুয়াদের জন্য একই পরিষেবা চালু করতে চায় আপ সরকার।
সাংবাদিক বৈঠক কেজরিওয়ালের(Arvind Kejriwal)
এদিন সাংবাদিক বৈঠক করে সেই চিঠির প্রসঙ্গ তুলে কেজরি(Arvind Kejriwal)জানান, “মেট্রো দিল্লির লাইফ লাইন। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে বেশিরভাগ পড়ুয়ারা মেট্রো ব্যবহার করেন। তবে বর্তমান সময়ে মেট্রোর ভাড়া ব্যপকভাবে বেড়েছে। যাতে পড়ুয়াদের সমস্যা সমস্যা হচ্ছে। দিল্লি মেট্রোতে রাজ্য ও কেন্দ্রের ৫০ শতাংশ করে অংশীদারিত্ব রয়েছে।”
আরও পড়ুন: Air Squadern NCC: উধমপুরে ইতিহাস সৃষ্টি করল এনসিসি-র নতুন এয়ার স্কোয়াড্রন
মোদিকে চিঠি কেজরির
কেজরিওয়াল আরও বলেন, “পড়ুয়াদের উপর থেকে আর্থিক চাপ কিছুটা কমাতে আমি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। যেখানে জানিয়েছি, দিল্লি মেট্রোতে পড়ুয়াদের জন্য ভাড়ার উপর ৫০ শতাংশ ছাড় দেওয়ার। এর জন্য যে চাপ পড়বে তা কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বহন করবে। শুধু তাই নয়, নির্বাচন শেষ হওয়ার পর পড়ুয়াদের জন্য বাস যাত্রা বিনামূল্যে করব আমরা।” একইসঙ্গে জানান, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। গোটাটাই জনস্বার্থে ও পড়ুয়াদের স্বার্থে।”
আরও পড়ুন: ISRO: মহাকাশে সংযুক্ত দুই স্যাটেলাইট, ফের ইসরোর হাত ধরে ইতিহাস গড়ল ভারত
শুরু হয়েছে রাজনৈতিক তরজা
কেজরিওয়ালের চিঠির বিষয়টি প্রকাশ্যে আনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ”১০ বছর ধরে কি করছিলো আপ? যখন নোরা কুস্তি চলছিল তখন কোথায় ছিল? এখন যুবদের কথা, পড়ুয়াদের কথা মনে পড়েছে? এখন এই সরকার হারতে বসেছে তাই এসব বলছে।”
বিজেপির কড়া সমালোচনার মুখে কেজরি
শুধু কংগ্রেস নয় বিজেপিরও কড়া সমালোচনার মুখে পড়তে হয় কেজরিকে। বিজেপি নেতা তরুণ চুঘ বলেন, ”১০ বছর ক্ষমতায় ছিল আপ। ১০ বছরে একটা চিঠিও লেখেননি। বাস পরিষেবায় ছাড় দিতে পারতো। এখন যাবার সময় দিল্লির মানুষ রিটায়ারমেন্ট পার্টি ঘোষণা করে দিয়েছে আপকে। দিল্লির মানুষ চিৎকার করে বলছে বাই বাই কেজরিওয়াল।”
৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জোর টক্কর আপ এবং বিজেপির। লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। ভোটের আবহে আপ একের পর এক প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছে। শুক্রবার বিজেপিও তাদের নির্বাচনী ইস্তাহারে বেশ কিছু প্রতিশ্রুতির কথা জানিয়েছে। তবে তার মধ্যেই পড়ুয়াদের জন্য প্রধানমন্ত্রীর কাছে মেট্রোয় ছাড়ের আবেদন করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে মোদির উদ্দেশে কেজরির এই আর্জি আসন্ন নির্বাচনে(Delhi Assembly Election 2025) বিজেপিকে চাপে ফেলার নতুন কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।