ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal)উপর হামলা। আম আদমি পার্টির প্রধান(APP) তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর! আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে শনিবার ভোটপ্রচারে নেমেছিলেন কেজরি। আর তার প্রচারকাজ ঘিরেই চড়ল পারদ। সরগরম হল রাজনীতি। হঠাৎ কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে পাথর। বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। তবে সূত্রে খবর, অক্ষত রয়েছেন আপ প্রধান।
আপের নিশানায় বিজেপি(Arvind Kejriwal)
ঘটনার পরেই বিজেপিকে নিশানা করেছে আপ(APP)। আপের অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। আসন্ন নির্বাচনে হারার ভয়েই বিজেপির তরফে অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal) লক্ষ্য করে পাথর ও ইটের টুকরো ছোড়া হয়েছে বলে অভিযোগ।

এর আগে গত ৩০ নভেম্বর এক পদযাত্রা চলাকালীন কেজরীর উপর ‘হামলা’ হয়েছিল। সে বার আপ প্রধানকে লক্ষ্য করে তরল জাতীয় কোনও পদার্থ ছুড়ে মারেন এক ব্যক্তি। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় রাজধানীতে। আপের অভিযোগ ছিল, তাদের নেতাকে অ্যাসিড ছুড়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। তখনও অভিযোগের তির উঠেছিল বিজেপির দিকে।
পাল্টা পরবেশের নিশানায় কেজরি(Arvind Kejriwal)
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরবেশ। তাঁর পাল্টা দাবি, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)গাড়ি বিজেপি সমর্থকদের পায়ের উপর দিয়ে চলে গিয়েছে। পা ভেঙেছে জনৈক দলীয় কর্মীর। নিজের X হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে বিজেপি প্রার্থী পরবেশ বর্মা লেখেন, ‘বিজেপির দুই কর্মীকে আরেকটু হলে নিজের গাড়ির ধাক্কায় চাপাই দিয়ে দিচ্ছিলেন অরবিন্দ কেজরিওয়াল।’ তিনি আরও বলেন, ‘যখন মানুষ কেজরিওয়ালের দিকে লাগাতার একাধিক প্রশ্ন ছুড়ছিল, সেই সময় কেজরিওয়াল নিজের গাড়়ি নিয়ে বিজেপির দুই কর্মীকে ধাক্কা মারে। ইতিমধ্যেই তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের হারকে সামনে দেখে মানুষের জীবনের দাম হারিয়ে গিয়েছে কেজরিওয়ালের কাছে।’
আরও পড়ুন: Budget Session 2025 : মোদি সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট নির্মলার, কবে শুরু অধিবেশন?
ত্রিমুখী লড়াই দিল্লি বিধানসভা ভোটে
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে রাজনৈতিক দলগুলির প্রচার এবং প্রস্তুতি তুঙ্গে। দিল্লিতে এবার কোনও জোটে থাকতে চাননি কেজরি। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক হয়েছিল তাঁর দল। কিন্তু দিল্লির নির্বাচনের দিন ঘোষণার অনেক আগেই তিনি জানিয়ে দেন, তাঁর দল একা লড়বে এবং সব আসনে প্রার্থী দেবে। দিল্লিতে কংগ্রেস এবং বিজেপির সঙ্গেই আপের মূল লড়াই। দিল্লি বিধানসভায় মোট আসন ৭০টি। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ জানুয়ারি। ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ মিলবে।
আরও পড়ুন: Arvind Kejriwal: দিল্লি মেট্রোয় পড়ুয়াদের ছাড়ের আর্জি, ভোটের আগে প্রধানমন্ত্রীকে চিঠি কেজরির