ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েক সপ্তাহ আগেই শোনা (Aryan Khan) গিয়েছিল, কলকাতায় (Kolkata) আসছেন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। আয়োজন করবেন, একটি বড় পার্টি। যেখানে উপস্থিত থাকবেন বহু তারকা। সামিল হবেন টলিউড সেলেবরাও। তারকা খচিত এই পার্টিতে টলিউডের কোন কোন তারকা থাকছেন? কেনই বা হঠাৎ এই পার্টির আয়োজন?
অতিথিদের জন্য বিশেষ পার্টি (Aryan Khan)
অতিথিদের জন্য আরিয়ানের তরফ থেকে আয়োজন করা হয়েছে (Aryan Khan) বিশেষ পার্টি। শোনা যাচ্ছে, তৈরি করা হয়েছে বিশেষ আমন্ত্রণপত্র। যেখানে লেখা রয়েছে তারকাদের নাম। শুধু তাই নয়, সম্মান জানাতেই নাকি তৈরি এমন আমন্ত্রণপত্র। ২৬ এপ্রিল রয়েছে কেকেআরের ম্যাচ। সেইদিন কলকাতায় থাকবেন আরিয়ান। তিনি নিজেই ওই পার্টির আয়োজন করেছেন। তত্ত্বাবধানে রয়েছেন রাজদীপ চক্রবর্তী। যার তরফ থেকে টলিউডের তাবড় তাবড় তারকাদের কাছে যাবে পার্টির আমন্ত্রণপত্র। এমনটা শোনা গিয়েছিল বহুদিন আগেই। এবার শোনা যাচ্ছে, আমন্ত্রিত অতিথিদের নাম।
কারা থাকছেন? (Aryan Khan)
টলিপাড়ার নামি অভিনেতা থেকে শুরু করে তালিকায় রয়েছে বহু (Aryan Khan) অভিনেত্রী। গুঞ্জন বলছে থাকতে পারেন ইধিকা পাল, মনামী ঘোষ, নুসরত জাহান, দর্শনা বণিক, ঐন্দ্রিলা সেন, সম্পূর্ণা লাহিড়ী, তৃণা সাহা, সুস্মিতা চ্যাটার্জী, রুক্মিণী মৈত্র, কৌশানি মুখার্জি সহ বহু অভিনেত্রী। এছাড়াও রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু করে মিমি চক্রবর্তী। আপাতত এখন অনেকেরই পাখির চোখ এই পার্টির দিকে। রেড কার্পেটে কে কোন পোশাকে হাঁটবেন, সেটা জানতেই উৎসুক সবাই। পার্টি শুরু হবে রাত ১১ টা নাগাদ। তবে এই পার্টিতে শাহরুখ থাকবেন কিনা তা জানা যায়নি। বলিউডের কিং খান পার্টিতে উপস্থিত থাকলেও থাকতে পারেন। সেই সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শহরের বুকে চাঁদের হাট
আপাতত শোনা যাচ্ছে, এই দিন শহরে বসতে চলেছে চাঁদের হাট। আরিয়ান খান নিজের ব্যান্ডের পণ্য নিয়ে কলকাতাতে থাকবেন। পাঁচতারা হোটেলেই হবে সেই ব্র্যান্ডের অনুষ্ঠান। শুধু টলি তারকা নয়, বলিউডের একাধিক তারকাও থাকছেন। অনন্যা পান্ডে, সুহানা খান থেকে শুরু করে থাকতে পারেন প্রীতি জিন্টা। পাশাপাশি উপস্থিত থাকবেন কিছু ক্রিকেটারও।
আরও পড়ুন: Pakistani Beauty Product: ফরসা হওয়ার লোভই কাল, ভারতীয় বাজারে পাকিস্তানি বিষক্রিম!
অভিনয় থেকে দূরে আরিয়ান!
প্রসঙ্গত, বাবা বলিউডে বড় স্টার হলেও আরিয়ানের কিন্তু অভিনয়ের দিকে একেবারেই মন নেই। আরিয়ান চান ক্যামেরার পিছনে থেকে কাজ করতে। ইতিমধ্যেই প্রযোজক হিসেবে বলিউডে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। এছাড়াও নিজস্ব ব্র্যান্ড রয়েছে তার। বোন সুহানা অভিনয় জগতের সাথে যুক্ত হতে চাইলেও, আরিয়ান অভিনয় থেকে শত হস্ত দূরেই থাকেন।