ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাবার মতো সুপারস্টার (Superstar) নয়। শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) হাঁটছেন অন্য পথে। বোন সুহানা (Suhana) অভিনয় দুনিয়ায় নিজের নাম কুড়াতে চাইলেও, আরিয়ান কিন্তু তা চাইছেন না। তবে হ্যাঁ, বাবার থেকে কিছুটা বুদ্ধি ধার করে নিতে চাইছেন। বাবা শাহরুখ খানের যে ব্যবসায়িক বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন সফর শুরু করতে চাইছেন আরিয়ান খান।
কী বললেন আরিয়ান? (Aryan Khan)
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরিয়ান (Aryan Khan) কিছু কথা বলেছেন। বলেন, তাঁর বাবা শুধু একজন গুণী অভিনেতাই নন। বরং ব্যবসায়িক বুদ্ধিতেও তুখোর। শাহরুখপুত্র বলে কথা। তাঁর অনুরাগীদের আশা কিন্তু কম নয়। আরিয়ানকে অনেকেই বড় পর্দায় দেখতে চান। কিন্তু আরিয়ান ক্যামেরার সামনে কাজই করতে চান না। তিনি চান, ক্যামেরার পিছনেই থাকতেন। ছবি পরিচালনা করছেন। পাশাপাশি নতুন ব্যবসাও শুরু করেছেন।
আরও পড়ুন: Shubho Bibaho: সুধা-তেজ আরও কাছাকাছি, শুভ বিবাহে আসছে নতুন টুইস্ট
অনুপ্রেরণা বাবা (Aryan Khan)
আরিয়ান খান (Aryan Khan) যে ছবির কাজের পাশাপাশি ব্যবসার কাজ করেছেন। এক্ষেত্রে অনুপ্রাণিত হচ্ছেন তাঁর বাবার কাছ থেকে। প্রথমে শুরু করেছিলেন শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে। আরিয়ান কিন্তু এখন পোশাকের ব্যান্ডের উদ্যোগপতি। আরিয়ান মনে করেন, তাঁর বাবা ব্যবসায়িক বুদ্ধিতে অত্যন্ত তুখোর। মার্কেটিং কিংবা কোনও জিনিস বিক্রি করতে যে যে দক্ষতার প্রয়োজন, সেক্ষেত্রে সেই সমস্ত গুন তাঁর বাবার মধ্যে রয়েছে। দর্শকের সঙ্গে যোগ স্থাপন করা ছাড়াও, এইদিকে তাঁর বাবা বেশ বুদ্ধিমান আর দক্ষ।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
বড় কাজের শিক্ষা
কোনও বিষয় বড় আকার নিলে, সেটা কেমন হতে পারে সেটা আরিয়ান তাঁর বাবার কাছ থেকে শিখেছেন। সাক্ষাৎকারে যখন বাবার সম্পর্কে আরিয়ান এমন কথাগুলো বলছিলেন, স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি তাঁর বাবাকে নিয়ে ভীষণ গর্বিত। আরও বলেন, তাঁর বাবার জীবনে অভিনয়টাই প্রধান পেশা ঠিকই। কিন্তু অন্যান্য বিষয়, এই ধরুন ছোট পর্দায় কাজ, প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা, খেলাধুলো , ভিএফএক্স সব কাজেই পারদর্শী। আর এটাই শাহরুখ খানকে সবার থেকে আলাদা করেছে।
আরও পড়ুন: Roshni Bhattacharya: বদলে গেল অহনার মুখ, শ্যামলী-অনিকেতের জীবনে নতুন মোড়!
শুধু অভিনয় নয়
শুধু অভিনয় নয়, শাহরুখ যে কটি কাজ করেন, সবই সমান প্রাধান্য দিয়ে করেন। প্রত্যেক কাজেই নিজের ১০০ শতাংশ দেন। আরিয়ান খান এখন চাইছেন, উদ্যোগপতি আর ফ্যাশন উদ্ভাবক হিসেবে নিজের ক্যারিয়ারকে আগে নিয়ে যেতে। আর এই পথে অনুপ্রেরণা পেয়েছেন, তাঁর বাবার কাছ থেকে। ছোট বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে চান। পাশাপাশি চলছে পরিচালনার কাজ। শাহরুখের প্রযোজনা সংস্থার অধীনে স্টারডম সিরিজ পরিচালনা করছেন তিনি।
অহংকারী আরিয়ান?
কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, শাহরুখ পুত্র আরিয়ান নাকি বেশ অহংকারী। তাই ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দেন না। সবসময় গম্ভীর মেজাজই থাকেন। তবে এমনটা নয়। তিনি আসলে তারকা পুত্র বলে সেই ওজনটা বয়ে বেড়াতে হয়। দেশে বিদেশে তাঁর বাবার প্রচুর অনুরাগী রয়েছে। তাই ক্যামেরার সামনে হাসি মশকরা রসিকতা থেকে একটু দূরে থাকেন। অন্যান্য সেলেব পুত্র থেকে আলাদা আরিয়ান খান।