ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার সকালে হঠাৎই একটা খারাপ খবর আসে (Aryann Bhowmik)। ঠাকুরপুকুর বাজারের কাছে এক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পথচারী। তারপর থেকেই শোনা যেতে থাকে, ওই গাড়িতে নাকি ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), স্যান্ডি সাহা (Sandy Saha) সহ অনেকেই। শোনা যাচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে আটক হন পরিচালক ভিক্টো। ট্রাইব টিভির তরফ থেকে আরিয়ান এবং স্যান্ডির সাথে যোগাযোগ করা হয়। আরিয়ান তো প্রথমে শুনে রীতিমত অবাক হয়ে যান। হতবাক হয়ে বলেন, এই দুর্ঘটনার কথা শুনে তিনি নিজেও অবাক। সেটে শুটিং চলছে, কিন্তু সবাই বিষয়টা নিয়ে চিন্তিত।
ওই গাড়িতে ছিলেন না আরিয়ান (Aryann Bhowmik)
এখন আরিয়ান (Aryann Bhowmik) শুটিং ফ্লোরেই রয়েছেন। পুরোদমে চলছে শুটিং। কিন্তু ওই দিনের ঘটনায় বারংবার আরিয়ান ভৌমিকের নাম কেনই বা আসছে? এ বিষয়ে অভিনেতা আরিয়ান বলেন, “আমি জানি না আমার নাম কি করে আসছে । আমাদের ভালো রেটিং এসেছিল বলে, আমাদের টিমের একটা পার্টি হয়েছিল। তারপর ওখান থেকে আমি নিজের গাড়িতে করে একা চলে এসেছি। সাথে আমার গাড়ির ড্রাইভার ছিল। তারপরের দিন যেহেতু শুটিং ছিল, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। শুটিং সেটে এসে জানতে পারি ওই দুর্ঘটনার কথা। শুটিং সেটেও আমি নিজের গাড়ি নিয়ে এসেছি।”
ছড়ানো হচ্ছে ভুল তথ্য (Aryann Bhowmik)
অভিনেতা আরিয়ানের (Aryann Bhowmik) স্পষ্ট বক্তব্য, “আমি কোথাও গেলে নিজের গাড়ি নিয়েই যাই। আমরা একই প্রজেক্টে কাজ করি ঠিকই। কিন্তু তার মানে এভাবে নাম টেনে নিয়ে আসা ঠিক নয়। অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে। প্রথমদিকে তো অনেকেই বলছিলেন, আমি নাকি হাসপাতালে আছি। এটা একেবারেই ঠিক নয়। খুব খারাপ বিষয়। জোর করে টেনে নিয়ে এসে হেডলাইন দেওয়ার কোনও মানে হয় না। আমি ওই ঘটনার সময় ছিলামই না।”
দুর্ঘটনার সময় কোথায় ছিলেন স্যান্ডি?
অপরদিকে এই ধারাবাহিকের অপর অভিনেতা এবং ইউটিউবার স্যান্ডি সাহা ট্রাইব টিভিকে বলেন, “আমাদের ভিডিও বৌমা যে সিরিয়াল হচ্ছে, তারই একটা সাকসেস পার্টি হয়। টিআরপি রেটিং ভালো এসেছিল। সেই জন্য পার্টির আয়োজন করা, সেখানে সমস্ত কলাকুশলী ছিল। ওখান থেকে পার্টি করার পর আমরা প্ল্যান করি, একজন কো-আর্টিস্টের বাড়িতে যাব। যখন ঘটনাটা ঘটেছিল, তখন আমি এবং আরিয়ান ওই গাড়িতে ছিলাম না। আমি তখন আমার কো-আর্টিস্টের বাড়িতে ছিলাম। সত্যি বলতে, আমি সেদিন রাতে ওখানে ঘুমাতে গিয়েছিলাম। কারণ তার পরের দিন আমার শুটিং ছিল। বাড়ি থেকে আমার শুটিং ফ্লোর অনেক দূরে। ওই কো-আর্টিস্টের বাড়ি থেকে শুটিং সেট অনেকটা কাছে।”
আরও পড়ুন: Manasi Ghosh: “শ্রেয়া ঘোষাল বিচারক ছিলেন, কিন্তু ….!” কোন সত্যি ফাঁস করলেন মানসী?
বিপদ আন্দাজ করেছিলেন অভিনেতা!
স্যান্ডি আরও বলেন, “সেদিন পার্টিতে যারা এসেছিল, সবাই সবার গাড়ি নিয়ে এসেছিল এবং সবার ড্রাইভার ছিল। শুধুমাত্র ভিক্টো দা নিজেই ড্রাইভ করে এসেছিল। সেদিন রাতে আমি ভিক্টো দার গাড়িতে উঠেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম দাদা খুব রাফ ড্রাইভ করছে। তখন আমি বলেছিলাম, ‘ প্লিজ আমাকে নামিয়ে দাও’। তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি”।
তিনি আরও বলেন, “আমি কিন্তু ভিক্টো দাকে বলেছিলাম যে, তুমি কোথাও গাড়িটা পার্ক করো। চলো অন্য গাড়িতে করে যাই। কিন্তু উনি শোনেননি। তার পরের দিন আরিয়ানের গাড়িতে করে শুটিং সেটে যাই। ফ্লোরে এসে আমরা দুর্ঘটনার কথা জানতে পারি। যে মানুষটি মারা গিয়েছে সে আমার পরিচিত লোকও হতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে, আমি বিষয়টার গভীরতা রিলের করতে পারছি। ভিক্টো দাকে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালানোর সময় বারণ করা সত্ত্বেও বারণ শোনেনি। তাই আমি চাই, যা শাস্তি ডিজার্ভ করে তাই শাস্তি যেন প্রশাসন দেয়।”