ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আশুতোষ অপরাজিত ৬৬ রান করে একার হাতে খেলা ঘুরিয়ে দেন (Ashutosh Calls Shikhar)। তাঁর ইনিংসের জোরেই তিন বল বাকি থাকতেই তার দলকে এক উইকেটের জয় পায় লখনউ-এর বিরুদ্ধে।
শেষ মুহূর্তে এক উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস (Ashutosh Calls Shikhar)
লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে নাটকীয় জয় পেল দিল্লি ক্যাপিটালস (DC)। ম্যাচের শুরুতে দিল্লি যখন ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ছিল, তখনই আশুতোষ শর্মার দুর্দান্ত ইনিংস দলকে জয়ের পথে নিয়ে যায় (Ashutosh Calls Shikhar)। শেষ তিন বল বাকি থাকতে দিল্লি এক উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
শিখর ধাওয়ানকে উৎসর্গ করলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার (Ashutosh Calls Shikhar)
ম্যাচ শেষে আশুতোষ শর্মা তার ইনিংস এবং ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার শিখর ধাওয়ানকে উৎসর্গ করেন (Ashutosh Calls Shikhar)। ম্যাচের পর দিল্লি ক্যাপিটালসের ড্রেসিংরুম থেকে ধাওয়ানকে ভিডিও কল করেন আশুতোষ। সেই মুহূর্তের ভিডিও দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ধাওয়ানের শেখানো মনোভাবেই জয়ের রহস্য
ম্যাচের পর আশুতোষ বলেন, “গত বছর কয়েকবার ম্যাচ শেষ করতে ব্যর্থ হয়েছিলাম। তাই এই বছর আমি পুরো সময়টা সেই পরিস্থিতি কল্পনা করে নিজেকে প্রস্তুত করেছি।”
তিনি আরও বলেন, শিখর ধাওয়ানের সঙ্গে তার কথোপকথন তাকে ‘ভিজুয়ালাইজেশন’, ‘মানিফেস্টেশন’ এবং ‘পজিটিভ চিন্তা’-র গুরুত্ব বুঝতে সাহায্য করেছে। ধাওয়ান সবসময় ইতিবাচক মানসিকতা বজায় রাখার ওপর জোর দেন, যা আশুতোষের খেলায় প্রতিফলিত হয়েছে।
ভিপ্রাজ নিগমের প্রশংসা করলেন আশুতোষ
এই ম্যাচে ভিপ্রাজ নিগমের ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশুতোষ বলেন, “আমি ভিপ্রাজকে শুধু বলেছিলাম, খেলে যেতে। ও একদম শান্ত ছিল এবং আমাদের কঠিন সময়ে দারুণ ব্যাট করেছে। আমি এই পুরস্কার আমার মেন্টর শিখর পাজিকে উৎসর্গ করছি।”
আরও পড়ুন: Rishabh Pant: পন্থের স্টাম্পিং মিস এবং ০ রানের দাম ২ কোটি টাকা!
আশুতোষ শর্মার জন্য দিল্লির বিনিয়োগ কত?
আইপিএল ২০২৫ মেগা নিলামে আশুতোষ শর্মাকে ৩.৮০ কোটি টাকায় কেনে দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব কিংস (PBKS) তাকে নিলামের আগে ছেড়ে দিয়েছিল। তবে, দিল্লির হয়ে এই ম্যাচজয়ী ইনিংস খেলে তিনি নিজেকে মূল্যবান ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে প্রমাণ করেছেন।
আরও পড়ুন: MS Dhoni: ৪৩ বছরেও আলোর থেকে দ্রুত ধোনি! ০.১২ সেকেন্ডের স্টাম্পিং-এ মুগ্ধ বিশ্ব
আইপিএল পারফরম্যান্স
এর আগে পাঞ্জাব কিংসের হয়ে প্রথম আইপিএল মরশুমে ৯ ইনিংসে ১৮৯ রান করেছিলেন আশুতোষ। তার গড় ছিল ২৭ এবং স্ট্রাইক রেট ১৬৭.২৫। তবে, দিল্লির হয়ে এই ইনিংস খেলে তিনি নিজের আইপিএল ক্যারিয়ারের সেরা ইনিংস উপহার দিলেন।