Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : এশিয়া কাপ সামনেই। তার আগেই দুই দলের প্রস্তুতি তুঙ্গে। গ্ৰুপ পর্বে ভারত পাকিস্তান মুখোমুখি হবে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে (Asia Cup 2025)। তার আগেই ভারতে হারানোর হুমকি দিলেন পাক তারকা বোলার।
India vs Pakistan (Asia Cup 2025)
আসন্ন এশিয়া কাপের পারদ যেন রোজই বাড়ছে। একদিকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে। এই পরিস্থিতিতে অনেকেই ভারত পাক ম্যাচের বিপক্ষে মত প্রকাশ করেছেন। আবার কেউ কেউ ম্যাচের পক্ষে। তবে ম্যাচ হলে যে ভারতের দিকেই পাল্লা ভারী সেই কথা অনেকেই স্বীকার করেছেন (Asia Cup 2025)।
প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি এই ম্যাচ নিয়ে তার ভয়ের কথা জানিয়েছেন। তিনি বলেছেন ভারত পাকিস্তান মুখোমুখি হলে ভারত পাকিস্তানের অবস্থা খারাপ করে দেবে। তাই তিনি চান না এই ম্যাচ হোক। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের উদাহরণ টেনে বলেছেন ভারত যেন এই ম্যাচ খেলতে রাজি না হয় তবেই পাকিস্তান পয়েন্ট পাবে। প্রসঙ্গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ভারতীয় দল। দু’বারই নাম তুলে নিয়েছিল তারা। আসন্ন এশিয়া কাপেও ভারতের একই কাজ করা উচিত বলে মনে করেন বাসিত আলি (Asia Cup 2025)।
এশিয়া কাপে খেলছে আটটা দল। ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। এ বার সেই হাই ভোল্টেজ ম্যাচের আগে হুংকার দিলেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। ১৪ সেপ্টেম্বর ভারত পাকিস্তান মুখোমুখি হবে এশিয়া কাপে।

এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পরেই দুবাইয়ে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। নিজেদের মধ্যে ম্যাচ খেলে আসন্ন প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছেন শাহিন শাহ আফ্রিদিরা। সেখানেই প্রস্তুতি ম্যাচ চলাকালীন হ্যারিস রউফের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।এই ম্যাচ নিয়ে এক সমর্থক প্রশ্ন করেন হ্যারিস রউফকে। এক সমর্থক তাকে প্রশ্ন করেন, পাকিস্তান এশিয়া কাপে ভারতকে হারাতে পারবে কি না। প্রশ্নের জবাবে হ্যারিস রউফ খুব একটা না ভেবে জানান, এশিয়া কাপে পাকিস্তান দু’বারই ভারতকে হারাবে।
আরও পড়ুন : Kargil Warzone : কার্গিলের হিমশীতল পরিবেশে কীভাবে থাকে ভারতীয় সেনা?
পাকিস্তান এখনও পর্যন্ত ১৫ বার এশিয়া কাপ জিতেছে। জিতেছে মাত্র দু’বার। মইন খানের নেতৃত্বে ২০০০ সালে ও মিসবাহ উল হকের নেতৃত্বে ২০১২ সালে জিতেছে। এখন শেষ হাসি কে হাসবে সেটা সময়ের অপক্ষা। তবে এশিয়া কাপ শুরু হওয়ার আগেই যে ভারত পাক ম্যাচের উত্তাপ ছড়াতে শুরু করেছে সেটা বোঝাই যাচ্ছে। এটাও স্পষ্ট এই ম্যাচ দুই দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ (Asia Cup 2025)।