ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৪ জুলাই ঢাকায় এসিসির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে (Asia Cup in limbo)। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে বিসিসিআই এই সভায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
ঢাকায় বৈঠক হলে অংশ নেবে না বিসিসিআই (Asia Cup in limbo)
২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়ে বড় অনিশ্চয়তার মুখে পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আরও কয়েকটি সদস্য দেশ জানিয়ে দিয়েছে, যদি আসন্ন বৈঠক ঢাকায় হয়, তাহলে তারা তাতে অংশ নেবে না। এই বৈঠকটি আগামী ২৪ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা (Asia Cup in limbo)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভিকে জানিয়ে দিয়েছে, তারা ঢাকায় হওয়া বৈঠকে অংশ নেবে না। এই সিদ্ধান্ত মূলত ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থেকেই নেওয়া হয়েছে।
ভারতকে সমর্থন শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানের (Asia Cup in limbo)
ভারতের মতো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান ক্রিকেট বোর্ডও ঢাকায় বৈঠক হওয়ার বিরোধিতা করেছে (Asia Cup in limbo)। তাদের বক্তব্য, ঢাকার মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের বৈঠক নিরাপদ নয় এবং তা অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করতে পারে। যদিও এই আপত্তির মাঝেও এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি এখনো ঢাকায় বৈঠক করার পক্ষেই রয়েছেন। জানা গিয়েছে, “বিসিসিআই খুব পরিষ্কারভাবে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। তারা ব্যক্তিগত পর্যায়েও ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।”
বৈঠক বৈধতা হারাতে পারে
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সংবিধান অনুযায়ী, গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর উপস্থিতি ছাড়া কোনও সিদ্ধান্ত নিলে তা অবৈধ বলে গণ্য হতে পারে। এই কারণে যদি ঢাকায় বৈঠক হয় এবং ভারতসহ অন্যরা অংশ না নেয়, তাহলে এশিয়া কাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। একাধিক সূত্র মনে করছে, ঢাকায় বৈঠক করতেই মোহসিন নাকভির অনড় মনোভাব ভারতের ওপর চাপ সৃষ্টি করার কৌশল হতে পারে। বিষয়টি এখন কূটনৈতিক টানাপোড়েনে রূপ নিচ্ছে।
আরও পড়ুন: End Bumrah Obsession: বুমরাহ নির্ভরতা বাদ দিন, গিলের এখন নেতৃত্ব প্রমাণের সময়! বললেন গ্রেগ চ্যাপেল
এশিয়া কাপের ভবিষ্যৎ অনিশ্চিত
এখনো পর্যন্ত এসিসি কোনও ভেন্যু পরিবর্তনের কথা জানায়নি। বৈঠক শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। এই পরিস্থিতিতে এশিয়া কাপ ২০২৫ এর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপ সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে ঢাকায় হওয়া সম্ভাব্য বৈঠকের ওপর।