Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও শহর কলকাতার (Assault Case) বুকে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। রাতের অন্ধকারে এক নৃশংস ঘটনার সাক্ষী থাকলো কলকাতা। হরিদেবপুর থানার অন্তর্গত এলাকায় এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ প্রকাশ্য়ে এল এবার।
জন্মদিনের পার্টিতে গিয়েই বিপত্তি! (Assault Case)
সূত্র মারফৎ জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে (Assault Case)। হরিদেবপুর থানার অন্তর্গত এলাকায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। মালঞ্চ এলাকার এলাকার এক বাড়িতে গিয়েছিলেন তিনি। নির্যাতিতা জানান, তাকে বলা হয়েছিল ওই বাড়িতে আরও এক বন্ধুর জন্মদিন রয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখেন ওই বাড়িতে দুজন বন্ধু ছাড়া আর কোউ নেই। সেখানেই ঘটে এই দুর্ঘটনা।
তদন্ত শুরু করেছে পুলিশ (Assault Case)
বন্ধুর জন্মদিনের পার্টির নাম করে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল ওই তরুণীকে সেখানেই ওই দুই বন্ধু অবস্থার সুৃযোগ নিয়ে তাকে গণধর্ষণ করে। এনমটাই অভিযোগ করেছে ওই তরুণী। কিন্তু প্রথমে তিনি জানিয়েছিলেন নিজের ইচ্ছেতেই ওই জায়গায় তিনি গেছিলেন। তার অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: WB SSC Exam: কালো পোশাকে নিঃশব্দ প্রতিবাদ, স্বচ্ছ নিয়োগের দাবিতে অনড় চিন্ময়রা
নির্যাতিতা থানায় এসে অভিযোগ করার পরই গা ঢাকা দিয়েছে ওই দুই অভিযুক্ত। তরুণীর বয়ানের উপর ভিত্তি করে চলছে জোরদার তদন্ত। পুলিশের এফআইআর-এ থাকা ওই ব্যক্তির খোঁজ এখনও চলছে।
কসবার কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হরিদেবপুরে নতুন করে গণধর্ষণের অভিযোগ। কলেজ ক্যাম্পাসের রক্ষীর ঘরে নির্যাতনের ঘটনায় চারজন ধরা পড়েছিল। এবার জন্মদিনের নাম করে বন্ধুর ফাঁদে পড়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি এক তরুণী।