ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: আজ, ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার সারাদিন চাঁদ (Astro Prediction of Tuesday) অবস্থান করবে কর্কট রাশিতে। আজ হল মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। জেনে নিন এই তিথিতে কোন রাশির ভাগ্যে কী আছে লেখা।
তুলা রাশি (Astro Prediction of Tuesday)
আজ এইসব রাশির জাতকরা একটু সাবধানে (Astro Prediction of Tuesday) চলুন। অনর্থক অর্থ ব্যয় একেবারে করবেন না। বরং সঞ্চয়ের দিকে মন দিন। সম্পত্তি ও জমি-জমা সংক্রান্ত কোনও কাজ আজ একেবারেই করবেন না। যে কাজ হাতে আছে, তাতে মন দিন। আপনার দিন কাটবে ভালো।
বৃশ্চিক রাশি (Astro Prediction of Tuesday)
আজ আপনার দিনটি ভালো মন্দ (Astro Prediction of Tuesday) মিশিয়েই কাটতে চলেছে। জীবনে প্রচুর সুযোগ আসবে এমনটা নয়, কিন্তু যে সুযোগ আছে তাকে হাতছাড়া করা উচিত নয়। নতুন কোনও সিদ্ধান্তের ফলস্বরূপ ভালো ফল আসবে হাতে। নিজের শরীরের যত্ন নিন। অযথা ঝগড়ায় জড়াবেন না।
আরও পড়ুন: Weekly Lucky Zodiacs: শুক্রের অবস্থানে মালব্য রাজযোগে এই সপ্তাহে ভাগ্যবান ৫ রাশি
ধনু রাশি
আজ ধনু রাশির জাতকদের দিন খুবই ভালো যাবে। কর্মক্ষেত্রে বাড়বে সম্মান। তবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামান্য কষ্ট হলেও হতে পারে। জীবনের চলার পথ মসৃণ নয়, চ্যালেঞ্জেসে ভর্তি, তবু আপনিই পারবেন সেসব বাধা অতিক্রম করে সফলতার শীর্ষে উঠতে। ভরসা রাখুন, যেকাজ করছেন তার ফল আপনি পাবেনই। ধৈর্য্য ধরুন, সৎ পথে থাকুন।
মকর রাশি
আজ এই রাশির জাতকদের জীবনে আসবে প্রেম। জীবনের প্রতি পদক্ষেপে পাবেন জীবনসঙ্গীর সমর্থন। আচমকা অর্থ আসবে হাতে। কিন্তু লেনদেনের বিষয়ে সতর্ক থাকাই ভালো। জীবনের যেকোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাবা-মার কথা শুনেই নিন। স্ত্রী বা স্বামীকে সম্মান করুন, সম্পর্ক থাকবে ভালো।

কুম্ভ রাশি
আজ এই রাশির জাতকদের দিন কাটবে খুব ভালো। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন হাতেনাতে। যাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, তারা ফায়ার আসবেন জীবনের মূল ধারায়। আস্তে আস্তে জীবনের সব স্বপ্ন পূরণ হবে। পরিশ্রমের মাধ্যমে পাবেন সফলতা। দাম্পত্য জীবনে আসবে প্রেম। সন্তানদের থেকে আশানুরূপ ফল পাবেন। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক থাকবে খুব ভালো। সম্পত্তির মামলা মোকদ্দমায় আজ জয়ী হবার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি
মীন রাশির জাতকরা আজকের দিনটা একটু সমঝে চলুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত একদম নেবেন না। স্বল্প সময়ের সফলতার দিকে না ছুটে, মন দিন অধ্যবসায়ে। লোকের কথায় নয় নিজের বুদ্ধিতে কাজ করুন। সম্পর্কের দিকে নজর দিন। পরিবারের সঙ্গে সময় কাটান। নিজের স্বস্থ্যের দিকে নজর দিন। উল্টোপাল্টা ভেবে সময় নষ্ট করার চেয়ে মন দিন ভালো কাজে।