Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ঘটনা, হোক তা যতই সাধারণ, অনেক সময় জ্যোতিষশাস্ত্রে (Astrology) তার রয়েছে গভীর ব্যাখ্যা। রান্নাঘরের একটি সাধারণ দৃশ্য—দুধ ফোটাতে গিয়ে তা উথলে পড়ে যাওয়া—আপাতদৃষ্টিতে খুব সাধারণ হলেও, এই ঘটনাকে অনেকেই শুভ বা অশুভ লক্ষণ হিসেবে দেখেন। বিশেষ করে যখন এই ঘটনা ঘনঘন ঘটতে থাকে, তখন তা অনেক প্রশ্নের জন্ম দেয়। শাস্ত্রীয় মতে, দুধের উথলে পড়া জীবনে পরিবর্তনের বার্তা দিতে পারে। তবে সেই পরিবর্তন শুভ না অশুভ, তা নির্ভর করে ঘটনার প্রেক্ষাপট, সময় এবং পারিপার্শ্বিক অবস্থার উপর।
হিন্দুধর্মে দুধ পবিত্র প্রতীক (Astrology)
হিন্দুধর্মে (Astrology) দুধ একটি পবিত্র প্রতীক। পূজা-পার্বণ, গৃহপ্রবেশ, নামকরণ, বিবাহ—প্রত্যেক শুভ অনুষ্ঠানে দুধের ব্যবহার অপরিহার্য। দুধ এখানে শুধু শারীরিক পুষ্টির উৎস নয়, এটি একপ্রকার আধ্যাত্মিক বিশুদ্ধতার প্রতীক হিসেবেও বিবেচিত। জ্যোতিষশাস্ত্রে দুধকে চন্দ্র গ্রহের সঙ্গে তুলনা করা হয়। চাঁদ মানেই মন, কোমলতা, মাতৃত্ব এবং মানসিক স্থিতি। অন্যদিকে, দুধ যেভাবে আগুনে ফুটে ওঠে, সেই আগুন মঙ্গল গ্রহের প্রতীক, যার মধ্যে রয়েছে শক্তি, উদ্যম, কিন্তু একসঙ্গে রাগ ও সংঘাতের প্রবণতা। চাঁদ ও মঙ্গল পরস্পরের শত্রু গ্রহ হওয়ায়, দুধ ফোটানোর সময়ে যদি তা উথলে পড়ে, তবে অনেকে মনে করেন—দুটি বিপরীত শক্তির সংঘাত ঘটছে। আর এই সংঘাতের প্রতিফলন ঘটতে পারে আমাদের ব্যক্তিগত জীবনে।
কখন দুধ উথলে পড়া শুভ লক্ষণ ? (Astrology)
বিশেষজ্ঞদের মতে (Astrology), হঠাৎ দুধ উথলে পড়া শুভ একটি লক্ষণ হতে পারে, বিশেষ করে যদি সেই সময়ে ঘরে কোনও অসুস্থ ব্যক্তি থাকেন। এই ঘটনাকে তখন রোগমুক্তির সংকেত হিসেবে ধরা হয়। আবার কোনও নতুন কর্মসংস্থানের সুযোগ, ব্যবসার প্রসার, পারিবারিক উন্নতি অথবা ভবিষ্যৎ কোনও শুভ সংবাদও এর মধ্য দিয়ে ইঙ্গিত পেতে পারে। তাই একবার-দু’বার দুধ উথলে পড়লে তাতে চিন্তার কিছু নেই, বরং তা আশাবাদের ইঙ্গিত হতে পারে।
কখন দুধ উথলে পড়া অশুভ লক্ষণ ?
তবে দুধ উথলে সব সময় তা শুভ হয় না। যেমন সপ্তাহের নির্দিষ্ট দিনে দুধ বার বার উথলে পড়া অনেক সময় অশুভ সংকেত হয়ে ওঠে। বুধবার এমন একটি দিন, যেদিন দুধ ফোটানোর সময় বারবার উথলে পড়লে তা আর্থিক ক্ষতির ইঙ্গিত হতে পারে। বিশেষত যদি সেই সময় পরিবারের মধ্যে অশান্তি বা উত্তেজনার পরিবেশ থাকে, তাহলে এটি মানসিক চাপ, উদ্বেগ বা ভবিষ্যতের অনিশ্চয়তার পূর্বাভাস হতে পারে। এমন পরিস্থিতিতে বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, মানসিক অবসাদ এবং দীর্ঘমেয়াদি দুশ্চিন্তা দেখা দিতে পারে।
আরও পড়ুন : Prawn Recipe: স্বাদে ভরপুর চিংড়ি মাছের কালিয়া, ঝটপট বানিয়ে ফেলুন এই সহজ রেসিপি
বারবার দুধ উথলে পড়া দুর্ভাগ্যের প্রতীক
আবার কিছু পরিবারে লক্ষ্য করা যায়, দুধ প্রায় প্রতিদিনই উথলে পড়ে। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে অনেকেই সেটিকে দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করেন। শাস্ত্রমতে, বারবার দুধ উথলে পড়া সংসারে মঙ্গলের প্রকটতা বাড়ার ইঙ্গিত দেয়। যার ফলশ্রুতিতে বাড়ির মধ্যে হঠাৎ হঠাৎ ঝগড়া, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অশান্তি সৃষ্টি হতে পারে। সংসারে যেন কিছুই ঠিকঠাক চলছে না—এমন অনুভূতি বাড়তে পারে।
আরও পড়ুন : Best Religion: বিশ্বের সেরা ধর্ম কোনটি? ঈশ্বরের কাছে পৌঁছাবার মূল রাস্তা কী?
তবে এটাও মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র একধরনের বিশ্বাসব্যবস্থা। সবকিছুর ব্যাখ্যা কেবল শাস্ত্র দিয়ে করা সম্ভব নয়। দৈনন্দিন জীবনের অনেক সমস্যার পিছনে বাস্তব কারণও থাকতে পারে। মনোযোগের অভাব, অতিরিক্ত ব্যস্ততা, বা রান্নার সময় অসাবধানতা—এসবও দুধ উথলে পড়ার সাধারণ কারণ।তবে যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন, তাদের জন্য এই ধরনের ঘটনা একধরনের সংকেত।