ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমারের (Astronomers CEO Resigns) সিইও অ্যান্ডি বায়রনের পদত্যাগ ঘিরে উত্তাল কর্পোরেট মহল। সম্প্রতি কোল্ডপ্লে-র এক কনসার্টে সহকর্মী এবং সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবটের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্ত ‘কিস ক্যাম’-এ ধরা পড়ে। মুহূর্তে সেই দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক সমালোচনা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষমেশ নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন বায়রন।
কনসার্টেই ঘটনার সূত্রপাত (Astronomers CEO Resigns)
ঘটনার সূত্রপাত ওই কনসার্টে, যেখানে ক্যামেরার ঝলকে আচমকা (Astronomers CEO Resigns) বায়রন ও ক্যাবটকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তাঁরা দু’জনেই বিবাহিত এবং সংস্থার উচ্চপদস্থ কর্মী হওয়ায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মুহূর্তের জন্য তাঁরা থমকে যান এবং পরে অস্বস্তি লুকোতে চেষ্টা করেন।
কোনওরকম আপস নয় (Astronomers CEO Resigns)
বায়রনের তরফে শুরুতে একটি বিবৃতি প্রকাশ্যে এলেও পরে সংস্থা জানায়, সেই বিবৃতি (Astronomers CEO Resigns) তাঁদের তরফ থেকে নয়। সংস্থা স্পষ্ট জানায়, অ্যাস্ট্রোনমার তার মূল্যবোধ ও পেশাগত আচরণের ক্ষেত্রে কোনওরকম আপস করে না। একজন নেতৃত্বে থাকা ব্যক্তির কাছ থেকে দৃষ্টান্তমূলক আচরণের প্রত্যাশা করে প্রতিষ্ঠান, যা এই ঘটনার ক্ষেত্রে হয়নি।
নতুন সিইওর সন্ধান
এই পরিস্থিতির জেরে অ্যাস্ট্রোনমার নতুন সিইওর সন্ধান শুরু করেছে। বায়রনের নাম সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্স-এর তালিকায় এখনও রয়েছে, তবে তাঁকে অফিসিয়াল লিডারশিপ পেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর সমাজ মাধ্যম অ্যাকাউন্টগুলোও এখন আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে কাজ করা এই সংস্থা জানিয়েছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাবে।