ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের স্পেসএক্স-এর সফল উৎক্ষেপণ (Athena lander)। এবার চাঁদের দক্ষিণ মেরুর পথে IM-2 মিশন।
‘অ্যাথেনা’ ল্যান্ডার নিয়ে চাঁদের পথে ফ্যালকন ৯ রকেট (Athena lander)
বৃহস্পতিবার এলন মাস্কের স্পেসএক্স সফলভাবে IM-2 মিশন উৎক্ষেপণ করেছে (Athena lander)। এটি ২০২৫ সালের তৃতীয় চন্দ্রাভিযান। মিশনে ‘অ্যাথেনা’ নোভা-সি ক্লাসের ল্যান্ডার রয়েছে, যা চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই মিশন Intuitive Machines সংস্থার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ভারতীয় সময় সকাল ৫:৪৬ মিনিটে এটি কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়।
NASA-র ‘আর্তেমিস’ প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশ (Athena lander)
IM-2 মিশনটি NASA-র ‘Commercial Lunar Payload Services (CLPS)’ উদ্যোগ এবং বৃহত্তর ‘Artemis’ প্রোগ্রামের অংশ। এই প্রোগ্রামের লক্ষ্য চাঁদে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতি স্থাপন করা (Athena lander)। উৎক্ষেপণের পর NASA টুইট করে জানায়, “চাঁদের পথে আলো জ্বালিয়ে এগিয়ে চলেছে Intuitive Machines-এর ল্যান্ডার। এটি SpaceX ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উড়েছে, NASA-র বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার জন্য। এর উদ্দেশ্য? ভবিষ্যতের মানব অভিযান প্রস্তুতির জন্য চাঁদের পরিবেশ সম্পর্কে আরও ভালোভাবে জানা।”
চাঁদে নামার সম্ভাব্য তারিখ ৬ মার্চ
IM-2 মিশন Mons Mouton অঞ্চলে গবেষণার জন্য বিশেষ বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করছে। এখানে চাঁদের মাটির গঠন বিশ্লেষণ এবং জল ও বরফের অস্তিত্ব অনুসন্ধান করা হবে। ৬ মার্চ চাঁদের মাটিতে নামার সম্ভাবনা রয়েছে এর।
আরও পড়ুন: Made-in-India Laptop: সম্পূর্ণ ভারতে তৈরি ল্যাপটপের পরীক্ষা করলেন কেন্দ্রীয় মন্ত্রী
মিশনে থাকছে লুনার রোভার ও গবেষণা ডিভাইস
মিশনে রয়েছে দুটি বিশেষ লুনার রোভার
• Intuitive Machines Micro-Nova Hopper
• Lunar Outpost-এর Mobile Autonomous Prospecting Platform (MAPP) রোভার
এছাড়া, এই মিশনের মাধ্যমে Polar Resources Ice Mining Experiment-1 (PRIME-1) এবং Laser Retroreflector Array (LRA)-এর মতো আধুনিক গবেষণা যন্ত্রপাতি চাঁদে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: AI uprising: এআই কি গোপন ভাষা তৈরি করছে? ভয় ধরানো ভিডিও নিয়ে তোলপাড়
IM-2 মিশনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সংযোজন হলো ‘গ্রেস’ (Grace) নামক একটি ছোট হপিং রোবট। এটি চাঁদের ছায়াযুক্ত গহ্বরগুলিতে অনুসন্ধান চালাবে।
NASA-র লুনার ওয়াটার ম্যাপিং মিশনও চালু
IM-2 মিশনের সাথে NASA-র ‘Lunar Trailblazer’ মহাকাশযানও চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এটি চাঁদের কক্ষপথ থেকে জল বরফের মানচিত্র তৈরি করবে।
NASA ৬২ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে
NASA, Intuitive Machines-কে ৬২ মিলিয়ন ডলার প্রদান করেছে। এর মাধ্যমে সংস্থাটি চাঁদে ড্রিলিং এবং অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার ব্যবস্থা করছে। একই সঙ্গে, Intuitive Machines অন্যান্য সংস্থার জন্য ল্যান্ডারে জায়গা বিক্রি করেছে এবং ফ্যালকন ৯ রকেটে রাইড-শেয়ারিং সুবিধাও দিয়েছে।