ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলে বিপর্যয়ের মুখে আপ। দিল্লিতে বড় ব্যবধানে বিজেপির কাছে হেরে তৃতীয় বার ক্ষমতায় ফেরার সুযোগ হাতছাড়া৷ শুধু তাই নয়, হারের মুখ দেখেছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো নেতারা৷ কিন্তু, একদিকে যখন হেরে ‘মন খারাপ’ কেজরিওয়ালের। তখন অন্যদিকে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীর(Atishi Marlena) মনে খুশির জোয়ার। প্রকাশ করলেন নিজের নাচের মধ্যে দিয়েই।
কালকাজী কেন্দ্রে জয়ী অতিশী(Atishi Marlena)
দিল্লির কালকাজী বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন কনিষ্ঠতম বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা(Atishi Marlena) । তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির রমেশ বিধুড়ী। কিন্তু অতিশীর ‘ঘরের মেয়ে’ ভাবমূর্তির সামনে ধোপেও টিকতে পারেনি বিধুড়ীর পাশার চাল। যখন কেজরিওয়াল, সিসোদিয়ার মতো বড় নেতাদের হেরে ‘ভূত’ হতে হয়েছে, সেই সময় দলের মান রেখেছেন অতিশী। জিতেছেন তাঁর কেন্দ্র থেকে। নিজের দিকে টেনেছেন মানুষের ভরসা।
জয়ের পর উদ্দাম নাচ বিদায়ী মুখ্যমন্ত্রীর (Atishi Marlena)
দলের মান রাখতে পেরে অতিশী(Atishi Marlena) যে বেশ খুশি তা প্রকাশ পেলো জয়ের পর তাঁর উদ্দাম নাচের মধ্যে দিয়ে। যখন একদিকে দিল্লিতে ভেঙে পড়ল আপের দূর্গ। শাসক থেকে রাতারাতি আপ হয়ে গেল প্রধান বিরোধী দল। ‘গো-হারা’ হারতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, ‘মাথা নত’ হল প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। সেই ফাঁকে অতিশীর এমন নাচ দেখে চক্ষু ছানাবড়া একাংশের।
আরও পড়ুন: Delhi Assembly Result : বাইশেই থেমে গেল ঝাড়ু ঝড়, ৪৮ আসনে বাজিমাত বিজেপির, খাতাই খুলল না কংগ্রেসের
৩৫২১ ভোটে জয়ী অতিশী
ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, কালকাজী কেন্দ্র থেকে জয়ের পর খুশির আমেজেই দলীয় কর্মীদের সঙ্গে নাচছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে ৩৫২১ ভোটে জয়ী হয়েছেন অতিশী৷ জয় নিশ্চিত হওয়ার পরই নিজের ঘনিষ্ঠ এবং অনুগামীদের সঙ্গে মিলে নাচতে দেখা যায় অতিশী৷
আরও পড়ুন: Gautam Adani: বিবাহ বন্ধনে আবদ্ধ আদানি-পুত্র, ছেলের বিয়েতে ১০ হাজার কোটি অনুদান আদানির
অতিশীর কাণ্ড-কারখানাতে তোপ স্বাতী মালিওয়ালের
অবশ্য আপ নেত্রীর এমন কাণ্ড-কারখানা দেখে তোপ দেগেছেন আপেরই রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল(Swati Maliwal)। দলের অন্দরে তিনি বরাবরই একটি বিতর্কিত মুখ। এবার যখন চলতি বিধানসভা নির্বাচনে রাজধানীতে ভেঙে পড়েছে আপের তিলে তিলে তৈরি করা সাম্রাজ্য। সেই ফাঁকে অতিশীর জয়ের এমন বহিঃপ্রকাশকে মোটেই সহজ ভাবে দেখছেন না তিনি। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘দল হেরেছে, দলের তাবড় নেতারাও হেরেছে আর এদিকে এমন কাণ্ড ঘটাচ্ছেন অতিশী। এ কেমন নির্লজ্জতা?’