ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের (Attack On Pakistani Minister) সিন্ধ প্রদেশে বিক্ষোপের সম্মুখীন হতে হল পাকিস্তানেরই হিন্দু মন্ত্রী খিয়েল দাস কোহিস্তানিকে। সিন্ধ প্রদেশের থাট্টা জেলা দিয়ে যাচ্ছিলেন খিয়েল দাস এসময়ই আচমকা তাঁর গাড়ি লক্ষ্য করে শুরু হয় আলু-টমেটো নিক্ষেপ। কিছু বিক্ষুব্ধ জনতা কিছু সরকারি নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন এবং মন্ত্রীর গাড়ি সামনে পেয়ে তারা তাদের ক্ষোভ উগড়ে দেন। যদিও ওই ঘটনায় মন্ত্রী অক্ষত রয়েছেন কিন্তু আন্তর্জাতিক স্তরে ওঠে নিন্দার ঝড়।
সরকারি কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ (Attack On Pakistani Minister)
কর্মবিষয়ক যাত্রায় থাকাকালীন এই হামলার মুখে পড়তে হয় মন্ত্রীকে (Attack On Pakistani Minister)। সিন্ধ প্রদেশের থাট্টা জেলা দিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের ধর্মীয় বিষয়ক প্রতিমন্ত্রী খিয়েল দাস কোহিস্তানি। ওই সময় এক দল জনতা সরকারি কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই জনতার দল মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে আলু ও টোম্যাটো ছুড়ে মারেন বলেই অভিযোগ। যদিও ওই ঘটনায় পাকিস্তানি মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে ।
খাল কাটার প্রকল্পকে ঘিরে বিতর্ক (Attack On Pakistani Minister)
বিক্ষোভের কারণ: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রীসভার অন্যতম মুখ কোহিস্তানি (Attack On Pakistani Minister)। বিতর্ক দানা বেঁধেছে পাকিস্তান সরকারের সিন্ধ প্রদেশে সেচের জন্য বেশ কিছু খাল কাটার প্রকল্পকে ঘিরে । সেচ-কে কেন্দ্র করে ওই খালগুলি কাটা হলে সিন্ধ প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নদীর নিম্ন অববাহিকায় জলের ধারা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই সরকারি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে সিন্ধ প্রদেশে। শনিবারই এমন এক বিক্ষোভের মুখে পড়েন পাকিস্তানি মন্ত্রী কোহিস্তানি। মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ এবং গাড়ি লক্ষ্য করে আলু, টোম্যাটো ছুড়ে মারার ঘটানাকে ‘হামলা’ বলেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার।
‘দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’
ঘটনার তীব্র নিন্দা: এহেন ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজও। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । তিনি আরও জানিয়েছেন যে, ‘জনপ্রতিনিধিদের উপর আক্রমণ কোনও ভাবেই মেনে নেওয়া যায়না। যাঁরা এই ঘটনায় জড়িত তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ।’ পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব এই ঘটনার রিপোর্ট তলব করেছেন সিন্ধ প্রদেশের ইনস্পেকটর জেনারেল গুলাম নবি মেমনের থেকে । ঘটনার তীব্র নিন্দা করেছেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহও। তিনি জানিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।