Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় (Suvendu Adhikari convoy) লক্ষ্য করে চলল ইটবৃষ্টি! তৃণমূল কর্মীদের ‘চোর’ স্লোগান ও কালো পতাকা দেখানোর মধ্যেই মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে রণক্ষেত্রের চেহারা নেয় রাজনৈতিক পরিস্থিতি। পুলিশি নিরাপত্তার মাঝেও বিরোধী নেতার গাড়ির কাচ ভেঙে যায় ইট ছোঁড়ায়। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুক্ষণ লাগে নিরাপত্তা বাহিনীর।
শুভেন্দুর যাত্রাপথ জুড়ে তৃণমূলের বিক্ষোভ, ভাঙচুর (Suvendu Adhikari convoy)
এদিন শিলিগুড়ি থেকে সড়কপথে কোচবিহার যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। পথে বিভিন্ন জায়গায় তাঁকে ঘিরে বিক্ষোভ হয়। কিন্তু খাগড়াবাড়িতে পরিস্থিতি চরমে ওঠে। তৃণমূলের পতাকা হাতে একদল ব্যক্তি ‘চোর’ স্লোগান তোলে, কালো পতাকা দেখায়, এমনকি ইট, বাঁশ ছুঁড়ে মারে তাঁর কনভয়ের দিকে। তাতে গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশের উপস্থিতিতেই ঘটে এই ঘটনা, যা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:Abhishek Banerjee: লোকসভায় নতুন দায়িত্বে অভিষেক, পোস্ট করে ধন্য়বাদ দিদিকে!
বিজেপির ক্ষোভ, শাসক দলের ইন্ধন অভিযোগ (Suvendu Adhikari convoy)
এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “শুভেন্দুর যাত্রাপথে ১৯টি জায়গায় পরিকল্পিত বিক্ষোভ হয়েছে। এটা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া সম্ভব নয়।” তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলনেতার উপর হামলা গণতন্ত্রের উপর আঘাত।
উদয়ন গুহর মন্তব্যে বিতর্ক (Suvendu Adhikari convoy)
তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, এই ঘটনায় দলের কোনও যোগ নেই। তাঁরা বলেন, সাধারণ মানুষ ক্ষুব্ধ বলেই এমন প্রতিক্রিয়া। তবে একইসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “কোচবিহারকে বিজেপি মুক্ত করতেই হবে।” তাঁর এই মন্তব্যেই ফের উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিস্থিতি।
আরও পড়ুন:Sleeping Thief: চুরি করতে এসে বিছানায় ঘুম! কানপুরে হাস্যকর কাণ্ডে ধরা পড়ল ‘ঘুমকাতুরে চোর’
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও শুভেন্দুর গাড়িতে হামলা হওয়ায় কড়া প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। বিরোধীরা বলছে, পরিকল্পিত হামলার আগাম খবর থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন নিশ্চুপ কেন, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।