ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তেলাঙ্গানায় প্রধান বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতিকে বিজেপির সঙ্গে একীভূত করার চেষ্টা করা হচ্ছে(BRS)। নাম না করে দাদা কেটি রামা রাওয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা কে কবিতা। সম্প্রতি বিআরএস-র নেতৃত্ব নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কলভাকুন্তলা চন্দ্রশেখর রাওয়ের পরিবারের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত বিআরএস প্রধান রয়েছেন কেসিআর। কিন্তু তাঁর পরবর্তীতে দলের হাল কে ধরবেন, তা নিয়ে তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র এবং কন্যার মধ্যে কার্যত ঠান্ডা লড়াই শুরু হয়েছে।
কবিতার বিস্ফোরক অভিযোগ (BRS)
এই আবহে কবিতা অভিযোগ করেছেন, বাবা তথা তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর একটি ব্যক্তিগত চিঠি দলের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁস করে দিয়েছে(BRS)। প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যা বলেন, ‘দুই সপ্তাহ আগে, আমি কেসিআরজিকে একটি চিঠি লিখেছিলাম। আমি আগেও চিঠির মাধ্যমে তাঁর কাছে আমার মতামত প্রকাশ করেছি। আমি সম্প্রতি বলেছিলাম যে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার লেখা চিঠিটি দলের অন্দরে ফাঁস হয়ে গিয়েছে।’ এরপরেই দাদাকে নিশানা করে তিনি বলেন, ‘কেসিআরজি একজন দেবতা। কিন্তু তাঁর চারপাশে কিছু শয়তান আছে। তাদের কারণে অনেক ক্ষতি হচ্ছে। আমি কেসিআরের মেয়ে। যদি আমার লেখা চিঠিটি অভ্যন্তরীণভাবে প্রকাশ্যে আসে, তাহলে দলের অন্যদের নিয়ে আলোচনা হওয়া উচিত।’

পদের পিছনে ছুটছেন না (BRS)
কে কবিতা আরও বলেন, ‘আমি কী ভুল করেছি(BRS)? আমি জানতে চাই কে ওই চিঠি ফাঁস করেছে। আমার দল ফাঁস করেনি।’ তাঁর কথায়, তিনি ২৫ বছর ধরে কেসিআরকে চিঠি লিখছেন এবং এই প্রথম প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনও উত্তর দেননি। প্রতিবারই কেসিআর চিঠিগুলি ছিঁড়ে ফেলতেন (পড়ার পর)। এবার তিনি ছিঁড়েননি – হয়তো এটাই তাঁর ভুল ছিল।বিআরএস নেত্রী জোর দিয়ে বলেন যে, তিনি দলের প্রতি অনুগত এবং পদের পিছনে ছুটছেন না। তিনি বলেন, ‘আমি কখনও পদের জন্য কাজ করিনি। কেসিআর আমাকে এমএলসি হিসেবে কাজ করার অনুমতি দিয়েছিলেন। আমি কেবল নিজামবাদ আসনের ইনচার্জ হিসেবে পুনরায় নিযুক্ত হওয়ার জন্য অনুরোধ করেছিলাম।আমি সোজাসাপ্টা। আমি পিঠে ছুরিকাঘাতের রাজনীতি করি না। আমি টাকার পরোয়া করি না। কেসিআরের মতো, আমি এখানে থাকার জন্য এসেছি, চলে যেতে নয়।’
আরও পড়ুন- Revanth Reddy: ‘পাকিস্তান কতগুলি রাফাল ধ্বংস করেছে!’ কংগ্রেসের মুখ্যমন্ত্রীর প্রশ্নে রাজনৈতিক তরজা
দিদি-ভাইয়ের লড়াই (BRS)
তেলাঙ্গানার পড়শি রাজ্য অন্ধ্রপ্রদেশও সম্প্রতি দিদি এবং ভাইয়ের রাজনৈতিক লড়াই দেখেছে(BRS)। ভাই, অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সঙ্গে পারিবারিক বিরোধের কারণে ওয়াইএসআর কংগ্রেস ছাড়েন দিদি তথা অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির কন্যা ওয়াই এস শর্মিলা। কংগ্রেসে যোগ দেন তিনি। বর্তমানে তিনি অন্ধ্রের প্রদেশ কংগ্রেস সভাপতি। জগন-শর্মিলার পর তেলঙ্গানায় এ বার কবিতা-রামের রাজনৈতিক পথ আলাদা হয় কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন- Congress: ‘শশী কংগ্রেস পরিবারেরই অংশ!’ অভ্যন্তরীণ উত্তেজনা প্রশমনের চেষ্টা দলীয় নেতার
আবগারি দুর্নীতি মামলা (BRS)
গত বছর ১৫ মার্চ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন কে কবিতা(BRS)। তারপর ২৭ অগস্ট জামিন পান তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার পর কয়েক মাস নীরব ছিলেন তিনি। তারপর ফের সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন কবিতা।