Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডাইনি সন্দেহে এক মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার (Attempt To Murder Women) অভিযোগ উঠল মালদহে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোহরাতলা গোবিন্দপুর এলাকায়। আর এই ঘটনায় অভিযুক্ত আক্রান্তের নিজের পুত্রবধূ ও তাঁর বেয়ান। পুলিশ তদন্তের স্বার্থে আটক করেছে দুই অভিযুক্তকে।
মারধর করত বলেও অভিযোগ (Attempt To Murder Women)
আক্রান্ত মহিলার অভিযোগ, কয়েক বছর আগে অসুস্থতার কারণে তাঁর দুই ছেলের মৃত্যু হয়েছিল। তার পর থেকে তাঁর অন্য এক ছেলের বউ তাঁকে ডাইনি অপবাদ দেওয়া শুরু করে (Attempt To Murder Women)। মাঝে মধ্যেই সংসারে অশান্তি হতো। এমনকী, বৌমা তাঁকে মারধর করত বলেও অভিযোগ মহিলার। আর বুধবার বিবাহ চরমে উঠলে ওই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে তাঁর বৌমা।
বৌমার বিরুদ্ধে লিখিত অভিযোগ (Attempt To Murder Women)
তাঁর চিৎকার শুনে পাড়ার লোকজন ছুটে যান এবং তাঁকে উদ্ধার করেন। এই ঘটনায় ইংরেজবাজার থানায় বৌমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই ওই মহিলার বৌমা এবং এক আত্মীয়কে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই অভিযুক্ত মায়া পাহাড়ি ও মিনতি পাহাড়িকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। যদিও থানার আইসি সঞ্জয় ঘোষ বলেন, “ওই ধরনের কিছুই ঘটেনি। পারিবারিক কাজিয়া মাত্র।”
আরও পড়ুন: Certificate Fraud: ১৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার শংসাপত্র ভুয়োর অভিযোগ