ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহুরূপীর (Bohurupi) কাণ্ডকারখানাটা দেখেছেন? শুধু মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও রীতিমত সুপারহিট। তাই কি এবার ‘বহুরূপী ২’ (Bohurupi 2) আসতে চলেছে? মুখিয়ে রয়েছে দর্শক। পুজোর সময় বহুরূপী তো ছক্কা হাঁকিয়েছে। পুজোর পরেও কিন্তু বহুরূপী হল ভরাচ্ছে। দর্শক ছ্যাঁচড়াপুরের বিক্রমের ঘোর থেকে যেন কিছুতেই বের হতে পারছে না। আর টলিপাড়ায় (Tollywood) হাওয়ায় ভাসছে, এবার হয়ত ‘বহুরূপী ২’ আসবে।
সত্যি খবর? (Bohurupi 2)
কেন বলুন তো? তবে কি এই সত্যি এমনটা হতে চলেছে? যা রটছে তা কতটা সত্যি? আসলে বহুরূপী (Bohurupi 2) গল্পের শেষে কিন্তু সিক্যুয়েলের ইঙ্গিত রয়েছে। আর সুকৌশলে সেই ইঙ্গিত রেখে গেছেন পরিচালক জুটি, নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাই ‘বহুরূপী ২’ আসাটা খুব একটা অস্বাভাবিক নয়। হয়ত বা খুব শীঘ্রই, আবার ডাকাত বিক্রম বড়বাবুকে নাজেহাল করতে আসবে। কিংবা বড়বাবু পাল্টা চড়াও হবে ডাকাত বিক্রমের উপর।
দর্শকের আবদার (Bohurupi 2)
দর্শকরা তো আবদার করেই চলেছে। যাতে বহুরূপী (Bohurupi 2) একটা সিকুয়েলের আসে। আর সেটা চোখ এড়াল না শিবপ্রসাদের। তিনি ফেসবুকে লিখেই ফেললেন, বড়বাবু সবাই কী বলছে দ্যাখেন? পার্ট টু পার্ট টু করছে। সেটা আবার ট্যাগ করলেন আবির চ্যাটার্জিকে। পরিচালকের এমন পোস্টে অনুরাগীরা যে আশার আলো দেখবেন, সেটাই তো স্বাভাবিক।
আরও পড়ুন: Aishwarya-Abhishek Relationship: মেয়ে আরাধ্যাই এখন ঐশ্বর্যার সব, আরও দূরে অভিষেক
সুনাম পেয়েছে সিনেমা
সিনে সমালোচকদের খাতাতেও কিন্তু বহুরূপী যথেষ্ট সুনাম কুড়িয়েছে। বলতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই বহুরূপী ফুল মার্কস পেয়েছে। এমনকি কাঁটাতারের বেড়া বেরিয়ে পৌঁছে গিয়েছে ওপার বাংলায়। বলা হচ্ছে বাংলাদেশের (Bangladesh) কথা। ডিসেম্বর মাসেই বাংলাদেশে শীতকালীন প্রেক্ষাগৃহে বহুরূপী পা রাখতে চলেছে। যদিও রিলিসের দিনক্ষণে এখনও সিলমোহর পড়েনি। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টার কাছে এ বিষয়ে আর্জি জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
সিকুয়েল নিয়ে হইচই
একবার ভাবুন তো, চোর-পুলিশ বিক্রম বনাম বড়বাবুর ইঁদুর দৌড় অনেকটা দূরে এগিয়েছে। যারা এই সিনেমাটা দেখছেন, তারা রীতিমতো হল থেকে বেরিয়ে যেন একটা ঘোরের মধ্যে রয়েছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলছেন, তাদের মনের কথা। আর তাই হয়ত ‘বহুরূপী ২’ নিয়ে এত হইচই।
আরও পড়ুন: Arya-Aratrika Friendship: প্রেম করছেন আর্য্য-আরাত্রিকা! সত্যিটা কী? দু’জনের অকপট স্বীকারোক্তি
পরিচালক জুটির নতুন চমক
আর তাছাড়া এর আগে বহুবার প্রমাণ পাওয়া গেছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায় মানে বড় পর্দায় নতুন কোনও চমক। আর সেই ছক ভাঙা গল্প দর্শক দেখে এখন অভ্যস্ত। এর আগেও রক্তবীজের পর বাংলা দর্শকদের প্রত্যাশা যেত বেড়ে গিয়েছে, সেটা তো আলাদা করে বলার কিছু নেই। রক্তবীজের সাফল্যকে ছাপিয়ে গিয়েছে বহুরূপী। বক্স অফিসে একচেটিয়া এখনও রাজত্ব করছে, আবির, ঋতাভরী, কৌশানিরা। এই যে বারংবার বলা হত, বলিউড আর দক্ষিণী ছবির চাপে বাংলা ছবি কোনঠাসা হচ্ছে, সেই অভিযোগ নিমিষে মাটিতে মিশিয়ে দিয়েছে বহুরূপী। আর তাই বহুরূপী পার্ট টু নিয়ে চিন্তা ভাবনা চলছে।